একবার বিয়েতে মেটানি সাধ, দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আবির চ্যাটার্জী? পাত্রী এই টলিউড অভিনেত্রী

ভাঙলো প্রথম বিয়ে, এই টলিউড অভিনেত্রীর সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আবির? সরগরম টলিউড

Abir Chatterjee Tanushree Chakraborty And Arjun Chakraborty`s Upcoming Movie On Unhappy Marriage

সেলিব্রেটিদের সম্পর্ক ও সম্পর্কের ভাঙন নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এবার গুঞ্জন শোনা যাচ্ছে আবীর চট্টোপাধ্যায়কে (Abir Chatterjee) নিয়ে। শোনা গিয়েছে, বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আবীর চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ও প্রথম পক্ষের স্ত্রী একে অপরকে চেনেন।

টলি পাড়ার নাকি সকলেই জানেন আবীরের এই নতুন বিয়ের কথা। তার বিয়ে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন টলিপাড়ার এক পরিচালক। যার নাম হল অর্জুন দত্ত (Arjun Dutta)। এই বিষয়ে জানতে চাওয়া হলে পরিচালক কিছুই জানাতে চাননি।

ABIR CHATTERJEE

তবে চিন্তার কিছু নেই। বাস্তবে আমাদের প্রিয় অভিনেতা আবীর এমনটা কিছুই করছে না। এই সব কিছুই হতে চলেছে বড় পর্দায়। পরিচালক অর্জুনের আগামী ছবি ‘ডিপ ফ্রিজ’-এ। এই ছবিতে আবীরের প্রাক্তন স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তনুশ্রী চক্রবর্তী।

তবে দ্বিতীয় স্ত্রীর নাম এখনও জানা যায়নি। গল্প অনুযায়ী ছবিতে আবীরের এক ছেলেও রয়েছে। অনেক সময় দুটি মানুষের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক ডিপ ফ্রিজে রাখা ঠান্ডা বরফের যতো জমে যায়। আর সেই কারণেই সেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না।

ABIR AND TANUSHREE

এই ছবির গল্পে এমন এক ঠান্ডা ও জমাট বাঁধা সম্পর্কের গল্প তুলে ধরতে চান পরিচালক অর্জুন দত্ত। গল্পে এমন এক পরিস্থিতির সম্মুখীন হবে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়কে ও অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। কীভাবে তাদের সম্পর্ক এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে তা জানতে অপেক্ষা করতে হবে ছবিটির জন্য।

ABIR CHATTERJEE

অর্জুন দত্তের অন্যান্য ছবিগুলির মতো‌ এই ছবিতেও গানের একটা বড় ভূমিকা রয়েছে। ছবিতে গানের সব দায়িত্ব নিয়েছেন সঙ্গীত পরিচালক সৌম্যঋত। তবে কে গান‌ গাইবেন এখনও জানা যায়নি। জানা গিয়েছে, এবছর পয়লা বৈশাখের আগেই এই ছবির শ্যুটিং শুরু হবে।