বিধির বিধান মেনে জীবনের নতুন অধ্যায়ের শুরু করলেন অভিষেকের স্ত্রী সংযুক্তা

অভিষেক চ্যাটার্জীর (Abhishek Chatterjee) প্রয়াণে আচমকাই যেন স্ত্রী এবং কন্যার গোটা দুনিয়াটা বদলে গিয়েছে। অভিষেকের স্ত্রী সংযুক্তা (Sanjukta Chatterjee) এবং কন্যা সাইনা প্রতি পদে পদে তার অভাব অনুভব করছেন। তবে তারা বিশ্বাস করেন অভিষেক এখনও তাদের আশে পাশেই রয়েছেন। স্বামীর অবর্তমানে মেয়েকে এখন বড় করে তোলাই সংযুক্তার একমাত্র লক্ষ্য। স্বামীর অসম্পূর্ণ স্বপ্ন পূরণের জন্য শোক ঝেড়ে ফেলে তাই আবার কাজের জগতে ফিরলেন সংযুক্তা।

অভিষেকের স্ত্রী ইউকে স্থিত ফিনটেক কোম্পানিতে কর্মরত। এই সংস্থার এক উচ্চপদের দায়িত্ব রয়েছে তার কাঁধে। স্বামীর মৃত্যুর ১৭ দিনের মাথায় তিনি অফিসে ফিরে গেলেন। জীবনের নতুন ইনিংস শুরু করার মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ পোস্ট করেছেন তিনি। অভিষেকের পুরনো একটি ছবির সঙ্গে অফিসে ল্যাপটপের সামনে বসে কর্পোরেট লুকে সংযুক্তা নিজের ছবি কোলাজ করে নেটিজেনদের থেকে শুভেচ্ছা চেয়ে নিয়েছেন।

অভিষেকের অনুরাগীদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘অভিষেক আমার অন্তরে রয়েছে, ওঁর আর্শীবাদ নিয়েই আজ থেকে আমি অফিসের কাজে যোগ দিলাম। আমি অনুরোধ জানাব, দয়া করে আপনারা সবাই আমাকে শুভেচ্ছা জানান- এটা আমার একটা নতুন ইনিংস, আমি সাইনা (ডল)-র জন্য সেরা বাবা ও মা হতে চাই। পাশাপাশি কর্মজগতে একজন সফল ব্যক্তি হিসাবেও পরিচিতি পেতে চাই’।

তিনি আরও লিখেছেন, ‘আমি জানি আমরা ওখানে পৌঁছাবই আর অভির স্বপ্ন সফল হবে’। অভিষেক-সংযুক্তার একমাত্র মেয়ে ডলের বয়স এখন সবে ১২ বছর। সে বড় হয়ে বাবার মত অভিনয় জগতে পা রাখতে চায়। মেয়ে বাবার পথে চলে বাবার স্বপ্ন পূরণ করুক, এমনটা চান সংযুক্তাও। সম্প্রতি নতুন ক্লাসে ওঠার প্রথম দিনে বাবার ছবি আঁকড়ে আশীর্বাদ চেয়ে নিয়েছিল ডল। সংযুক্তার শেয়ার করা সেই ছবি নেটিজেনদের জন্য চোখে জল এনে দিয়েছিল।

২০০৮ সালে সংযুক্তা এবং অভিষেকের বিয়ে হয়েছিল। ততদিনে ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন অভিনেতা। ম্যাট্রিমনিয়াল সাইট দেখে সম্বন্ধ করে তাদের বিয়ে হয়। বিয়ের পর লাইমলাইট এড়িয়েই চলতেন সংযুক্তা। তবে অভিষেকের প্রয়াণের পর নেটিজেনদের সমবেদনা সংযুক্তা এবং সাইনার উপর রয়েছে। অভিষেকের ভক্তদের উদ্দেশ্যে তাই সংযুক্তা লিখেছেন, ‘ডলকে বড় করো, ডল বড় হবে, এই কথাগুলো এখন আমাকে মোটিভেট করছে। দয়া করে এগুলো তোমরা করতে থেকো। আমি সত্যি এগোব, ডলকে বড় করব’।