ঘোষণা হয়ে গিয়েছে বাংলার বিধানসভা ভোটের দিনক্ষণ। প্রার্থী তালিকায়ও দেখা গেছে চমক। নেতারা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন। প্রথা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে জমা দিতে হয় হলফনামা। আর সেই হলফনামা থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া নেতা-নেত্রীদের সম্পত্তির পরিমাণ সামনে আসছে।
ইতিমধ্যেই আমরা জেনেছি মুখ্যমন্ত্রী মমতা, শুভেন্দু অধিকারী, জুন মালিয়া, ফিরহাদ হাকিম কত টাকার মালিক। এবার দেখে নিন অভিষেক ব্যানার্জীর মোট সম্পত্তির পরিমাণ কত?
অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টাকার মালিক?
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তার জমা দেওয়া মনোনয়নপত্র অনুযায়ী অভিষেক ব্যানার্জীর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫১ লক্ষ ৯৯ হাজার ২৭২ টাকা। বর্তমানে দুই বছর পেরিয়ে যাওয়ার পর এই সম্পত্তির পরিমাণ হেরফের হতে পারে। তবে ওই হিসেব অনুযায়ী দেখে নেওয়া যাক অভিষেক ব্যানার্জির কোন খাতে কত টাকা রয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যাযয়ের মোট সম্পত্তির পরিমাণ
২০১৯ সালে অভিষেক ব্যানার্জির হাতে নগদ টাকা ছিল ২২ হাজার ৭৩০ টাকা এবং তার স্ত্রী রুজিরার হাতে নগদ ছিল ২০ হাজার ৫০০ টাকা। অভিষেক ব্যানার্জীর চারটি ব্যাঙ্কে অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পরিমাণ ৭,৪৮,৯৪৩ টাকা, ১৯,০৮১ টাকা, ৩৪,২৪,৬০০ টাকা, ৮০,০০০ টাকা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার সম্পত্তির পরিমাণ
স্ত্রী রুজিরার পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যেগুলিতে রয়েছে ১,০০,০০ টাকা, ১,০০,০০০ টাকা, ২০,০০,০০০ টাকা, ৬,৬৪,৬৩৩ টাকা, ২৭,৩৮২ টাকা এবং একটি DEPENDENT অ্যাকাউন্ট রয়েছে ১০,০৯,০২৯ টাকা।
রুজিরা ব্যানার্জি কত টাকার মালিক
অভিষেক ব্যানার্জি এবং স্ত্রী রুজিরার বিনিয়োগ আছে ১,৭০,০০০ টাকা, ১,৭০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা। অভিষেক ব্যানার্জীর ১০,০০০ টাকা করে ১৩টি NSS এবং POSTAL সেভিংস রয়েছে। এছাড়াও একই খাতে সেভিংস রয়েছে ৫,০০০ টাকা করে চারটি। LIC এবং অন্যান্য ইন্সুরেন্সের ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে ২,৭৫,৯৩৯ টাকার।
অভিষেক ব্যানার্জীর একটি স্করপিও গাড়ি রয়েছে যার দাম৩ লক্ষ টাকা। এছাড়াও রয়েছে ২২ গ্রাম সোনা, যার মূল্য ৬৩ হাজার ৮০০ টাকা। রয়েছে ৪০ গ্রাম রুপো, যার মূল্য ১৯০০ টাকা। স্ত্রীর যে গয়না রয়েছে তার পরিমাণ হল ২.৩ কেজি রুপো, ৬৫৮ গ্রাম সোনা এবং ধীরে সহ অন্যান্য রত্ন যাদের মোট মূল্য ২২,০০,০০০ টাকা।
আরও পড়ুন : কত টাকার মালিক শুভেন্দু অধিকারী, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ
অভিষেক ব্যানার্জির স্থাবর অস্থাবর সম্পত্তি
এছাড়াও আরও একাধিক খাতে বিনিয়োগ থাকার পাশাপাশি অভিষেক ব্যানার্জির নামে একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য হলো ৩০ লক্ষ টাকা। আর এই সকল সমস্ত সম্পত্তির মিলে ২০১৯ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী অভিষেক ব্যানার্জীর মোট সম্পত্তির পরিমাণ হল ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ২৭২ টাকা।
আরও পড়ুন : কত টাকার মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে এলো সম্পত্তির পরিমাণ