

একের পর এক নতুন সিরিয়াল আসছে বাংলা টেলিভিশনের পর্দায়। স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলাতে একাধিক নতুন সিরিয়াল মাঝপথে বন্ধ করে দিয়ে সেই জায়গায় নতুন নতুন সিরিয়ালকে জায়গা করে দেওয়া হচ্ছে। নতুন সিরিয়ালগুলিতে আবার জনপ্রিয় তারকাদের ফিরিয়ে আনা হচ্ছে। এবার যেমন আয় তবে সহচরীর (Aay Tobe Sohochori) পর আবার পর্দায় ফিরতে চলেছেন ইন্দ্রনীল চ্যাটার্জী (Indraneel Chatterjee)।
‘কে আপন কে পর’, ‘আয় তবে সহচরী’, স্টার জলসার এই দুটি সিরিয়ালে ইন্দ্রনীল চ্যাটার্জীর অভিনয় বেশ মনে ধরেছিল দর্শকদের। বিশেষ করে ‘আয় তবে সহচরী’তে টিপু হয়ে তিনি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। মহিলা দর্শকদের কাছেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে। বাংলা সিরিয়ালের এই হ্যান্ডসাম হিরো এবার শীঘ্রই নতুন সিরিয়াল নিয়ে আবার পর্দায় ফিরছেন।
এবার ব্লুজ প্রোডাকশনের সঙ্গে হাত মিলিয়েছেন ইন্দ্রনীল। নতুন সিরিয়ালে তার বিপরীতে থাকছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋতব্রতা দে। ঋতব্রতা এতদিন সান বাংলাতে ‘কন্যাদান’ ধারাবাহিকে বিথির চরিত্রে অভিনয় করেছেন। তবে কিছুদিন আগেই ‘কন্যাদান’ সিরিয়ালের শুটিং শেষ হয়েছে। কাজেই তার হাতে নতুন সিরিয়ালে কাজ করার সুযোগ এসে গিয়েছে।
এবার নতুন সিরিয়ালে ইন্দ্রনীলের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ঋতব্রতা। ‘আয় তবে সহচরী’তে ইন্দ্রনীলের সহ অভিনেত্রী অরুনিমা হালদারও এরই মধ্যে জি বাংলার নতুন সিরিয়াল ‘মন দিতে চাই’ এর হাত ধরে পর্দায় ফিরেছেন। প্রথমে অবশ্য শোনা গিয়েছিল জনপ্রিয় এই জুটিই আবার নতুন সিরিয়ালের হাত ধরে পর্দায় ফিরবেন। তবে তাদের জুটি ভেঙে গিয়েছে।
কবে কোন চ্যানেলে আসছে ইন্দ্রনীল-ঋতব্রতার নতুন এই সিরিয়ালটি? নতুন এই সিরিয়ালের নাম কী হতে চলেছে? এই বিষয়ে অবশ্য বিস্তারিত কিছুই জানাননি ইন্দ্রনীল। আনন্দবাজারকে তিনি শুধু জানিয়েছেন ব্লুজ প্রোডাকশনের স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে তিনি আবার পর্দায় ফিরছেন। তবে সিরিয়ালের নাম কিংবা তার চরিত্র সম্পর্কে তিনি কিছুই জানাননি।
ইন্দ্রনীল জানিয়েছেন তার এই নতুন সিরিয়ালটি আসছে কালার্স বাংলাতে। তিনি আনন্দবাজারকে বলেছেন, “স্নেহাশিসদা সম্পর্কে অনেক কথা শুনেছি। তাই অনেকদিন ধরে কাজ করার ইচ্ছা ছিল। অবশেষে হচ্ছে সেটা ভেবেই খুশি। সিরিয়ালের গল্প সম্পর্কে আর ঋতব্রতার সঙ্গে কাজ প্রসঙ্গে এখনই কিছু বলতে পারছি না। যতক্ষণ না একসঙ্গে কাজ শুরু হচ্ছে।”