দেশে সুপার ফ্লপ হলেও বিদেশে সুপার হিট, আমিরের ‘লাল সিং চাড্ডা’ গড়ল নতুন রেকর্ড

আমির খানের (Aamir Khan) লাল সিং চাড্ডা (Laal Singh Chadda) বয়কট করেছে গোটা দেশ। সুপারস্টার আমির খানের স্বপ্নের প্রজেক্ট এই ছবির নামের আগে সুপার ফ্লপ জুড়ে দিতে সমর্থ্য হয়েছেন ভারতীয় দর্শকরা। ১৮০ কোটি টাকা বাজেটের এই ছবি ১০০ কোটি টাকা তুলতেও হিমশিম খাচ্ছে। তবে দেশের মাটিতে সকলে বয়কট করলে কী হবে? আমির খানের এই ছবিটিকে কিন্তু স্যালুট করছে গোটা বিশ্ব!

আমিরের ১৮ বছরের স্বপ্ন জড়িয়ে ছিল এই ছবিটিকে কেন্দ্র করে। ছবিটা বানাতে সময় লেগেছে ৩ বছর। মনের মত করে ছবিটিকে গড়ে তুলতে আমির খানের প্রোডাকশন হাউসের থেকে বেরিয়ে গিয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। ছবির প্রমোশনেও কোনও খামতি রাখেননি আমির। তবুও মিস্টার পারফেকশনিস্টের ছবি হলে দেখতেই এলেন না ভারতীয় দর্শকরা।

After 'Laal Singh Chaddha', Netizens Demands to Boycoyy 'Pathaan' & Vikram Vedha

ভারতের নিরিখে বিচার করলে দেখা যাবে ছবিটি সুপার ফ্লপ। তবে যদি সারা বিশ্বের বক্স অফিস কালেকশন হিসেব করে দেখেন তাহলে কিন্তু অসাধ্য সাধন করে ফেলেছে ‘লাল সিং চাড্ডা’। ছবিটি এখনও পর্যন্ত সারা বিশ্বে এক সপ্তাহে মোট ৭.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫৯ কোটি টাকা উপার্জন করেছে। এই অংকটা মোটেই হেলাফেলার নয়।

আমির খান, করিনা কাপুর খান, নাগা চৈতন্য অভিনীত এই সিনেমাটি ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ভুলভুলিয়া ২’ এর মত ছবিগুলোকে পেছনে ফেলে দিয়ে আন্তর্জাতিক বাজারে সবথেকে বেশি হিট হিন্দি ছবির তকমা জিতে নিয়েছে। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ যেখানে ৭.৮৭ মিলিয়ন, ‘ভুলভুলাইয়া ২’ যেখানে ৫.৮৮ মিলিয়ন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ যেখানে ৫.৭ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল, সেখানে ‘লাল সিং চাড্ডা’র এই উপার্জন চমকে দিচ্ছে বৈকি।

উল্লেখ্য, দেশের বাজারে কিন্তু ছবিটি ৬০ কোটি টাকাও ঘরে তুলতে পারেনি। একের পর এক ওটিটি প্ল্যাটফর্ম মুখ ফিরিয়ে নিচ্ছে আমির খানের থেকে। তাও ‘লাল সিং চাড্ডা’ আন্তর্জাতিক বাজার থেকে অবিশ্বাস্য ভাল ফল পেয়েছে। এই ফলাফল দেখে নির্মাতারা মনে করছেন দেশে যদি বয়কটের ট্রেন্ড না থাকত তাহলে নিঃসন্দেহে এই ছবিও সাউথকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখত।

৭ বছর আগের কিছু বিতর্ক, ‘পিকে’ ছবির বিষয়বস্তু, দেশের অসহিষ্ণুতা সম্পর্কে আমির খানের বিতর্কিত মন্তব্যের জেরেই আজ এই দুর্দিন দেখতে হচ্ছে তাকে। নইলে বলিউডের ইতিহাসে ব্লকবাস্টার হিট দিয়েছেন তিনিও। আন্তর্জাতিক ক্ষেত্রে এর আগেও ভারতীয় সিনেমার মুখ উজ্জ্বল করেছেন। তবে বর্তমান পরিস্থিতি অনুসারে আমির খানের সিনেমা আর দেখতেই চাইছেন না কেউ।