বিয়েতে হ্যাট্রিক! হাঁটুর বয়সী এই অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন আমির খান

বয়সটা কোনও ফ্যাক্টরই নয়। ৫৬ বছরেও বলিউডে (Bollywood) একের পর এক ছবিতে ছক্কা হাঁকিয়ে চলেছেন আমির খান (Aamir Khan)। এমনকি ব্যক্তিগত জীবনেও তিনি থেমে থাকার পাত্র নন। রিনা দত্ত, কিরণ রাওয়ের পর এবার নিজের এক সহ-অভিনেত্রীকে বিয়ে করতে চলেছেন আমির খান। কিরনের সঙ্গে সম্পর্ক থাকাকালীনই নতুন প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়ে ছিল। তার সত্যতা প্রমাণের সময় এসে গিয়েছে।

   

চলতি বছরেই কিরণ রাওয়ের সঙ্গে ১৬ বছরের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়ে আলাদা হয়ে গিয়েছেন আমির খান। তখন শোনা যাচ্ছিল, বলিউডের এক সহ-অভিনেত্রী সঙ্গে সম্পর্কই আমির-কিরণের সম্পর্কের অবসানের কারণ। ‘দঙ্গল’ ছবিতে আমিরের সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেইখের (Fatima Sana Sheikh) সঙ্গে তার সম্পর্ক নিয়ে উঠেছিল প্রশ্ন।

আগামী বছর আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবির মুক্তি। তাই ছবি মুক্তির পরই তৃতীয় বিয়ের কথা নাকি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন আমির খান। কারণ আমির খান চান না, তার ব্যক্তিগত জীবনের প্রভাব পড়ুক ছবির উপর। মুক্তির আগেই বিতর্কে পড়ুক ছবি, এমনটা চান না আমির খান। তাই আপাতত তৃতীয় বিয়ের খবর চেপেই রাখতে চাইছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

Aamir Khan and Kiran Rao

আগামী বছরের ১৪ই এপ্রিল ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে। তারপরেই সম্ভবত তৃতীয় বিয়ের খবর ঘোষণা করবেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সহ অভিনেত্রীকেই নাকি বিয়ে করবেন আমির। শোনা যাচ্ছে ‘দঙ্গল’ ছবির শুটিং সেট থেকেই আমির এবং ফাতিমার সম্পর্ক নতুন মাত্রা পায়। ফাতিমাকে নাকি প্রথম অডিশনেই সিলেক্ট করে নেন আমির। ছবিতে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তাদের সম্পর্ক একেবারেই আলাদা।

Aamir Khan Fatima Sana Shaikh

মুম্বাইয়ের রাস্তায়, বিভিন্ন পার্টিতেও একসঙ্গে বহুবার আমির এবং ফাতিমাকে দেখা গিয়েছে। আমিরকে নিজের মেন্টর হিসেবেই মানেন ফাতিমা। যদিও বিয়ের খবর নিয়ে ফাতিমাও টু শব্দটিও করেননি। তবে নেটিজেনদের ধারণা, কিরণের সঙ্গে সম্পর্কের অবসান নিয়ে কোনওরকম রাখঢাক যখন করেননি, তৃতীয়বার বিয়ের খবরও লুকিয়ে রাখবেন না।