দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ভারতে আজ করোনা সংক্রমিতের সংখ্যা ১১ লাখ পেরিয়ে গেছে, মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ২৭ হাজার মানুষের। উল্টোদিকে বাড়ছে করোনায় সুস্থ হয়ে ওঠার হার। মানুষের কথাও আছে। বর্তমানে করোনাকে জয় করে যারা বাড়ি ফিরে আসছেন, মানুষের কাছে হয়ে উঠছেন জলজ্যান্ত ইনস্পিরেশন।
গতকাল আইপিএস অফিসার দীপাংশু কাবরা নিজের টুইটার হ্যান্ডেল থেকে পুণের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন দিদি। আর দিদিকে অভ্যর্থনা জানাতে বোন আনন্দে নাচতে শুরু করেছে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
দীর্ঘ কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন দিদি। করোনাই সংক্রমিত হয়েছিলেন তিনি। রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। ভিডিওটিতে দেখা যায় দিদি হেঁটে বাড়ির কাছে আসতেই নিজের মোবাইলে ‘টাই টাই ফিস’ গানটি চালিয়ে দেয় বোন সালোনি। তারপর আনন্দে নাচতে শুরু করে সে। নাচ শেষ হওয়ার পর মা বড় মেয়েকে বরণ করে বাড়ি ঢোকান।
Just Loved the #SistersDuet!❤️
A worthy welcome of Elder Sis, returned after defeating #CoronaVirus.No Pandemic can reduce a nanometer of smile, of any family that cherishes such Warmth, Love & Energy. pic.twitter.com/cTkUGT8RPw
— Dipanshu Kabra (@ipskabra) July 19, 2020
জানা গিয়েছে, এই যুবতীর নাম সালোনি সতপুতে। তিনি পুনের বাসিন্দা। ২৩ বছরের ওই যুবতী ছাড়া, তাঁর বাড়ির সকলেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তাঁর বাবা সর্বপ্রথম আক্রান্ত হন। তার পর একে একে বাড়ির অন্যরা। যার জেরে একাই বাড়িতে থাকতে হচ্ছিল তাঁকে।
আরও পড়ুন :- লাল লেহঙ্গায় পুকুর পাড়ে মনামীর তুমুল নাচ, ভাইরাল সেই ভিডিও
সে সময় প্রতিবেশীরাও এক ঘরে করে দিয়েছিল তাঁদের। সালোনির বাবা-মা হাসপাতাল থেকে আগেই ছাড়া পেলেও দিদি ইদানিং ছাড়া পেয়েছে। তাই দিদি ফিরতেই মনের আনন্দে নাচ করেছেন তিনি। পাশাপাশি এই নাচের মাধ্যমে প্রতিবেশীদেরও বার্তা দিতে চেয়েছেন।