রোদ্দুর রায়ের গ্রেফতারিতে ফুঁসছে নেটপাড়া, গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছেন ভক্তরা

ইউটিউবার (YouTube) রোদ্দুর রায় (Roddur Roy) গ্রেপ্তার হওয়াতে বিগত কয়েক ঘন্টায় রীতিমত তোলপাড় হয়েছে রাজ্য। সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা একে একে নিজস্ব মতামত তুলে ধরেছেন এই প্রসঙ্গে। রোদ্দুর রায়ের গ্রেফতারিতে কারও দাবি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। কারও মতে, অনেক আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিল। বলতে গেলে এই মুহূর্তে রোদ্দুর রায়কে নিয়ে দ্বিধা-বিভক্ত সোশ্যাল মিডিয়া।

কিছুদিন আগেই কেকে-রূপঙ্কর বাগচী বিতর্ক প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন রোদ্দুর রায়। সেখানে রূপঙ্করকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়ে ভিডিও শুরু করেন তিনি। তারপর ধীরে ধীরে তার নিশানায় চলে আসে বাংলার ম্যানেজমেন্ট, প্রশাসন এবং চিকিৎসা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও অকথ্য ভাষা ব্যবহার করেছিলেন তিনি। এরপরই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

এই মামলার পরিপ্রেক্ষিতে গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে লালবাজার সাইবার ক্রাইম, গুন্ডা দমন শাখা। অবশ্য গ্রেফতারির পরেও বিন্দুমাত্র বিচলিত নন রোদ্দুর রায়। পুলিশি ঘেরাটোপে গোয়া থেকে কলকাতায় পা রাখতেই ভক্ত এবং মিডিয়ার উদ্দেশ্যে হাত নেড়ে যেন যুদ্ধজয়ের বার্তা দিলেন রোদ্দুর রায়! এদিকে সোশ্যাল মিডিয়াতে তার পক্ষ নিয়ে লড়ে যাচ্ছেন ভক্তরা।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওটি শেয়ার করেছেন জনৈক ফেসবুক ইউজার। তিনি রোদ্দুর রায়ের গ্রেফতারি প্রসঙ্গে গান লিখেছেন। গিটার হাতে নিয়ে তাকে সেই গান গাইতেও শোনা যাচ্ছে। গানের কথায় রয়েছে, রাজার রাজ্য সবাই গোলাম/করতে হবে রাজার সুনাম/না হয় তোমার কললা যাবে/বিরাট কঠিন শাস্তি পাবে!

এই ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়ছে নেটিজেনদের মন্তব্য। গানের কথার সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। আবার কারও যুক্তি, রোদ্দুর রায় যদি শুধু দুর্নাম করতেন তাহলে তাকে কেউ কিছুই বলতো না। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে ভাষা ব্যবহার করেছেন তা রীতিমতো অপরাধ বলেই মানছেন একদল নেটিজেন। কেউ প্রশ্ন করছেন, রোদ্দুর রায় এতদিন তো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামদের মত মহান ব্যক্তিত্বদেরও গালাগালি দিয়েছেন। প্রধানমন্ত্রীও বাদ যাননি। আজ এতদিন পর তাকে নজরে পড়লো প্রশাসনের?