বগলের চুলের দাম লাখ টাকা! সেই চুল বিক্রি করেই কোটিপতি এই মডেল

সারা দুনিয়া জুড়ে উপার্জনের কতই না পথ খোলা রয়েছে। শরীরের চুল (Body Hair) বিক্রি করলেও মোটা অংকের অর্থ উপার্জন হয়। বিশেষত মহিলাদের শরীরের চুলের কদর জানলে চোখ উঠবে কপালে। শরীরের চুল বিক্রি করেই মাসে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন লন্ডনের একজন মডেল! শুধু তাই নয়, তিনি বহু মহিলাকেও এই পেশায় আসার জন্য অনুপ্রাণিত করছেন।

লন্ডনের মডেল তথা সংগীতশিল্পী ক্যামিলি আলেকজান্ডার (Camille Alexander) শরীরের চুল বিক্রি করে সংবাদমাধ্যমের শিরোনাম দখল করেছেন। এইভাবে উপার্জনের ধারণা ৪ বছর আগে তার মাথায় আসে। ডেইলি স্টার পত্রিকা থেকে জানা গেল ৪ বছর আগে থেকেই শরীরের চুল শেভিং বা ওয়াক্সিং করা ছেড়ে দিয়েছিলেন তিনি। চুল পরিষ্কার না করাতে সেগুলি বৃদ্ধি হতে থাকে। তারপর থেকে চুলের ব্যবসা করেই তিনি মোটা অংকের অর্থ উপার্জন করতে পারছেন।

প্রচলিত ধারণা অনুসারে, মহিলাদের ত্বক হতে হবে নির্লোম এবং পুরুষদের লোমশ শরীর হল পুরুষত্বের প্রতীক। ক্যামিলির দাবী, লোমশ নারী বহু পুরুষের পছন্দ। এমন অনেক পুরুষ আছেন যারা সন্তান জন্মদাত্রী নারীদের লোমশ রূপে দেখতে চান। ক্যামিলি মনে করেন পুরুষদেরও শরীরের চুল পরিষ্কার করা উচিত নয়। এতে পুরুষত্ব চলে যায়।

ক্যামিলি তার বক্তব্যের সমর্থনে একগুচ্ছ তথ্য তুলে ধরেছেন যা জানলে সত্যিই অবাক হতে হয়। তার দাবি, একবার একজন গ্রাহক একজন মহিলার চুলের ব্রাশ কিনতে চেয়েছিলেন। শর্ত ছিল, ব্রাশে ওই মহিলার চুল লেগে থাকতে হবে। তবে এখানেই থেমে থাকেননি ওই গ্রাহক। এরপর তিনি ওই মহিলার গোপনাঙ্গের চুল দাবি করেন!

ক্যামিলি জানাচ্ছেন, ওই গ্রাহকের দাবি ছিল যখন ওই মহিলা গোপনাঙ্গের চুল কাটবেন তখন সেই চুল তাকেই বিক্রি করতে হবে। এছাড়াও এক মহিলার থেকে ওই ব্যক্তি তার অন্তর্বাস কিনেছিলেন ৩০ হাজার টাকার বিনিময়ে। জানলে অবাক হবেন, ক্যামিলি তার শরীরের চুল দেখিয়ে এবং অন্য মহিলাদের চুল বিক্রি করেই প্রতিমাসে ২ লক্ষ টাকারও বেশি আয় করছেন। তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার নগ্ন ছবি কিংবা ভিডিও পোস্ট করেন না। যে মহিলারা শরীরের লোম পরিষ্কার করেন না তাদের সামনে উপার্জনের ভাল সুযোগ রয়েছে বলে দাবি করেন ক্যামিলি।