‘মেকআপের দায়িত্ব নিতে পারবো না’, ভাত-কাপড়ের অনুষ্ঠানে বউকে জানিয়ে দিল বর

ভাত-কাপড়ের দায়িত্ব নিতে পারবেন, তবে বিয়ের পর বউয়ের মেকআপের খরচ চালাতে পারবেন না! বিয়ের পর ভাত-কাপড় অনুষ্ঠানে সকলের সামনেই নববধূকে সাফ জানিয়ে দিলেন বর। বরের কান্ড-কারখানা দেখে নেট পাড়ায় উঠলো হাসির রোল। বিয়ের মরসুমে এমন একটি মজার ভিডিও সামাজিক মাধ্যমে হু হু করে ভাইরাল হচ্ছে।

ভাত-কাপড় (Bhat-kapar) অনুষ্ঠান নিয়ে সামাজিক মাধ্যমে এর আগেও বহু ভিডিও ভাইরাল হয়েছে। এই অনুষ্ঠানটিকে কোথাও মহিলাদের অসম্মান হিসেবে বিবেচনা করা হয়, কোথাও আবার ভাত-কাপড়ের অনুষ্ঠান একটু আলাদা রকমভাবেও তুলে ধরা হয়ে চিরাচরিত প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আধুনিক মনস্করা। তবে এবারে বর যে কাণ্ডটি ঘটালেন তাতে হাসি ধরে রাখতে পারছেন না নেটিজেনরা।

ভাইরাল ওই ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে নিয়ম মেনে বউয়ের হাতে ভাত-কাপড়ের থালা তুলে দিয়ে বড় নববধূকে বলছেন, “আজ থেকে ভাত-কাপড়ের দায়িত্ব সারা জীবনের জন্য আমার। কিন্তু মেকআপের খরচ আমি চালাতে পারবো না”! বরের কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন নববধূ। হাসির রোল উঠলো পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও।

তবে এখানেই শেষ নয়, বিয়ের অনুষ্ঠানে হাসি-ঠাট্টা তো চলতেই থাকে। নববধূকে নিয়ে বরের রসিকতা ফের একবার দেখা গেল খাওয়ার অনুষ্ঠানের সময়। নিয়ম মেনে নববধূকে মাছের মাথা খাইয়ে দিলেন বর। তখনও তিনি বলছেন, “মায়া মাছের মাথা খাও, আমার মাথা খেয়ো না”! ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও।

ভাত-কাপড়ের অনুষ্ঠান নিয়ে সমাজকে নতুন বার্তা দিতে দেখা গিয়েছে বেশ কয়েক নবদম্পতিকে। বীরভূমের সিউড়িতে নবদম্পতি একে অপরকে ভাত-কাপড় উপহার দিয়ে দুজনে দুজনের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সামাজিক মাধ্যমে এই বার্তা ইতিবাচক প্রভাব ফেলেছিল। নবদম্পতির এই মনোভাবকে সাদরে গ্রহণ করেছিলেন নেটিজেনরা। তবে এবারে এই ভিডিওতে বরের রসিকতা দেখে হেসে কুটোপাটি হলেন নেটিজেনরা। দেখুন সেই ভাইরাল ভিডিও এই প্রতিবেদন থেকে।