তলানিতে টিআরপি, তিন মাসেই বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল, শোরগোল নেটপাড়ায়

তিন মাসেই বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল? মন খারাপ ভক্তদের

A Bad News For Zee Bangla`s New Mega Serial Tomar Khola Hawa Fans

দীর্ঘ সময় বাদে জি বাংলার (Zee Bangla) হাত ধরে আবার বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) পর্দায় ফিরেছিলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) এবং শুভঙ্কর সাহা (Shuvankar Saha)। কিন্তু বাংলা সিরিয়ালগুলিতে এখন টিআরপিই সব। টিআরপি ছাড়া একটিও সিরিয়াল এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারছে না স্টার জলসা এবং জি বাংলা। কাজেই মাত্র তিন মাসের মধ্যেই টিআরপির অভাবে কপাল পুড়লো ‘তোমার খোলা হাওয়া’র (Tomar Khola Hawa)।

বাংলা সিরিয়ালের সব থেকে কম বয়সী শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন স্বস্তিকা। অন্যদিকে শুভঙ্কর এমন একটি চরিত্র পেয়েছিলেন যে তার দাদার ছেলেমেয়েদের মানুষ করতে নিজের জীবন উৎসর্গ করে দেয়। সিরিয়ালের প্রোমো আসার পর বেশ উৎসাহিত ছিলেন দর্শকরা। কিন্তু এই নতুন সিরিয়ালের টাইম স্লটটা ঠিক সুবিধের ছিল না প্রথম থেকেই।

TOMAR KHOLA HAWA

আসলে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার বিপরীতে এখন জি বাংলার কোনও সিরিয়ালকে এগোতে হলে অনেক কসরত করতে হবে। অনুরাগের ছোঁয়া এখন বেঙ্গল টপার। তোমার খোলা হাওয়া কোনওমতেই তার ধারে কাছে আসতে পারছে না। বরং টিআরপির বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ছে। এই সমস্যা দূর করতে নতুন সিরিয়াল আনার কথা ভেবে ফেলেছে চ্যানেল।

যতদূর জানা যাচ্ছে জি বাংলাতে এখন দু-দুটি নতুন সিরিয়াল আসতে চলেছে। এরমধ্যে মুকুট সিরিয়ালের প্রোমো এসে গিয়েছে। শ্রাবণী ভূঁইয়া, আনন্দ আহুজা, শ্রীপর্ণা রায় এবং নবাগত নায়ক অর্ঘ্য মিত্রের এই নতুন সিরিয়ালটিকে অনুরাগের ছোঁয়ার বিপরীতে দেওয়া হবে। এরই মধ্যে নতুন সিরিয়ালের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে।

Mukut

চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২৭শে মার্চ থেকে রাত সাড়ে নটার সময় ‌ সম্প্রচারিত হবে মুকুট। তাই প্রশ্ন উঠছে তোমার খোলা হাওয়া তাহলে কোথায় যাবে? এই সিরিয়ালটির বয়স এখন মাত্র তিন মাস। টিআরপির অভাবে তিন মাসে সরে যেতে হচ্ছে তোমার খোলা হাওয়াকে। তবে এখনই বন্ধ হচ্ছে না তোমার খোলা হাওয়া।

TOMAR KHOLA HAWA

যতদূর জানা যাচ্ছে, জি বাংলার নতুন এই সিরিয়ালটিকে দুপুরের স্লটেই পাঠিয়ে দেওয়া হবে। এবার থেকে সোম থেকে রবি প্রতিদিন বিকেল তিনটের সময় দেখতে পাবেন তোমার খোলা হাওয়া। প্রথমে অনুমান করা হয়েছিল সোহাগ জল বন্ধ করে সেই জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে সিরিয়ালটিকে। কিন্তু সোহাগ জলের টিআরপি এখন বেশ ভাল। তাই শেষমেষ কপাল পুড়লো তোমার খোলা হাওয়ারই।