ব্রাহ্মণ হয়ে কাঁচা মাংস চিবোচ্ছে রাবণ! আদিপুরুষের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিলেন দর্শকরা

Audiences Filed FIR Against Adipurush Makers : গত বছর ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচিত হয়েছিল ‘আদিপুরুষ’ (Adipurush)-এর নির্মাতাদের। কিন্তু প্রথমে শুধুমাত্র ‘ভিএফএক্স’ (VFX)-এর কাজের জন্য তাদের কটাক্ষ করা হচ্ছিল। কিন্তু মুক্তির পর বিতর্ক তৈরি হয় এই ছবি নিয়ে। তবে এবার শুধু মাত্র‌ ভিএফএক্স নয়, ছবির গল্প ও সংলাপ নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রতিদিনই কোনও না কোনও নতুন ভুল বেরিয়ে আসছে এই ছবি থেকে। এবার নির্মাতাদের আরও ভুল চোখে পড়েছে দর্শকদের। ছবিতে একটি দৃশ্যে রাবণকে ভয়ঙ্কর মুখ করে কাঁচা মাংস খেতে দেখা গিয়েছে। সেই জন্যই প্রশ্ন উঠেছে, কারণ রাবণ ছিলেন একজন ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণ হয় কীভাবে রাবণ মাংস খায়।

ADIPURUSH

যদিও এখানেই শেষ নয়, রামচন্দ্রকে চামড়ার বস্ত্র পড়ে থাকতে দেখা গিয়েছে। আর হনুমানের সংলাপ শুনলে যে কোনও ব্যক্তি রেগে যাবেন। এত খারাপ ভাষার প্রয়োগ রামায়ণে শোনা যাবে এটা কখনোই ভাবা‌ যায়‌ না। গল্পেও অনেক পরিবর্তন আনা হয়েছে।

নির্মাতাদের তরফে জানানো হয়েছিল, এই ছবির সংলাপগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাও এই ছবিকে ভরাডুবির হাত থেকে কেউ বাঁচাতে পারবে। কারণ গত কয়েকদিন ধরে ছবির বক্স অফিসেও খুব খারাপ ফল করছে এই ছবি।

ADIPURUSH

যেখানে প্রথমদিন থেকেই ছবিটি ১০০ কোটি টাকার বেশি কালেকশন করা শুরু করেছিল। সেখানে এখন প্রতিদিন মাত্র ৫ থেকে ১০ টাকা কালেকশন করতে পারছে‌ এই ছবি। তাই এভাবে চললে ৬০০ কোটি টাকা বাজেটের এই ছবিটি নিজের বাজেটের টাকাও তুলতে পারবে না।

ADIPURUSH

আরও পড়ুন : হটনেসে তোলপাড় নেটপাড়া! ‘আদিপুরুষ’-এ বিভীষণের সুন্দরী স্ত্রী আসলে কে জানেন?

জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৪০০ কোটি টাকার বেশি কালেকশন করে ফেলেছে। তাই বাজেটের ৬০০ কোটি টাকা তোলার জন্য এখনও আরও ২০০ কোটি টাকার কালেকশন করতে হবে এই ছবিটিকে। দেখা যাক সেই টাকা তুলতে পারে কী না?

আরও পড়ুন : ‘আদিপুরুষ’ ব্যবসায় বড় ধাক্কা! ক্ষতি সামলাতে নামমাত্র মূল্যে নিজের বাড়ি ভাড়া দিলেন প্রভাস