রবিবার টিভির পর্দায় সম্প্রচার হয়ে গেল জি বাংলার সারেগামাপা গ্র্যান্ড ফিনালে। গত বছর থেকে শুরু হয়েছিল যে গানের প্রতিযোগিতা, মার্চ মাসে শুরুতে এসে তা শেষ হল। সারেগামাপা ২০২৪ এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হলেন কারা? সেরার সেরা পুরস্কার উঠলো কাদের হাতে? আরাত্রিকা, সাঁই, অনীক, সৃজিতা, অতনুরা কে কোন পদ পেল জেনে নিন এক নজরে।
সারেগামাপা ২০২৪ এর বিজয়ী কারা?
আগেই খবর পাওয়া গিয়েছিল এই বছর যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছে দুই প্রতিযোগী। বড়দের মধ্যে থেকে একজন এবং ছোটদের মধ্যে থেকে একজন, এভাবেই সেরার সেরা বেছে নেওয়া হয়েছে। বড়দের মধ্যে থেকে প্রথম স্থানে রয়েছে দেয়াশিনী। এবং ছোটদের মধ্যে থেকে অতনু প্রথম স্থানে উঠেছে।
আর কে কোন পদ পেল?
ছোট এবং বড়দের মধ্যে আলাদা আলাদা ভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য পদ বেছে নিয়েছেন বিচারকরা। বড়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ময়ূরী এবং সাঁই। তৃতীয় স্থানে রয়েছেন সত্যজিৎ। আরিয়ান কোন পদ অর্জন করতে পারেননি। আরাত্রিকা কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড পেয়েছেন। অন্যদিকে ছোটদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ঐশী। তৃতীয় স্থানে রয়েছে অনীক এবং চতুর্থ স্থানে রয়েছে সৃজিতা।
কে কোন পুরস্কার পেলেন?
বিজয়ী হিসেবে দেয়াশিনী ৫ লক্ষ টাকা এবং অতনু ২ লক্ষ টাকার চেক পেয়েছে। গ্ল্যামারের তরফে দুজনে ২০ হাজার টাকা করে পেয়েছে। এছাড়া জুনিয়র চ্যাম্পিয়ন অতনু আশীর্বাদের তরফ থেকে ১.৫ লাখ টাকা পেয়েছে। এছাড়াও তারা যুগ্ম ভাবে দুজনে পেল শ্যাম স্টিলের তরফে ৫ লাখ, বার্জারের তরফে বাড়ি রং করার সুযোগ সহ পিসি চন্দ্র জুয়েলার্সের সোনার গয়না এবং গ্যাসোফাস্টের তরফ থেকে ৫ লাখ টাকা। সেই সঙ্গে আনমোল মারির তরফে আরও ৩ লাখ, শালিমারের তরফে ২ লাখ, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফে ১.৫ লাখ, খুকুমণি আলতা সিঁদুরের তরফে ২ লাখ, মুখরোচকের তরফে ৩ লাখ এবং গিফট হ্যাম্পার যেগুলো তারা ভাগ করে নেবেন।
আরও পড়ুন : এই একটি গান গেয়ে চরম লজ্জিত শ্রেয়া ঘোষাল, আজও আপসোস করেন একান্তে
অন্যদিকে বাকি খুদে ফাইনালিস্টরা পেল ১ লাখ। তিনজন ফার্স্ট রানার আপ ময়ূরী, সাঁই এবং ঐশী পেয়েছে আনমোলের তরফ থেকে ২ লক্ষ টাকা, শালিমারের তরফ থেকে ১ লক্ষ টাকা এবং গিফট হ্যাম্পার, আদি ঢাকেশ্বরীর তরফ থেকে ১ লক্ষ টাকা এবং খুকুমনি আলতা এবং সিঁদুরের তরফ থেকে ১ লক্ষ টাকা। সেইসঙ্গে গ্ল্যামারের থেকে ১০ হাজার টাকা করে পাবে তারা।
আরও পড়ুন : কবে কোন স্লটে আসছে তুই আমার হিরো? কপাল পুড়লো এই মেগা সিরিয়ালের
সেকেন্ড রানার আপদের মধ্যে সত্যজিৎ এবং অনীক আনমোলের তরফ থেকে ১ লক্ষ টাকা শালিমারের তরফ থেকে ১ লক্ষ টাকা এবং গিফট হ্যাম্পার ও সেই সঙ্গে গ্ল্যামারের তরফ থেকে ১০ হাজার টাকা করে পেলেন। অন্যান্য ফাইনালিস্টরা গ্ল্যামারের তরফ থেকে ৫০০০ টাকা করে পাবেন। অন্যদিকে বিচারকদের মধ্যে থেকে সানলাইট টিম অফ দা সিজন হয়েছে জাভেদ আলি এবং জোজো মুখোপাধ্যায়ের টিম।