বর্তমান সময়ে বিয়ে না করে সন্তান ধারণ কার্যত অস্বাভাবিক কিছু নয়। বলিউডের বহু তারকা বিয়ে না করেই মা কিংবা বাবা হয়েছেন। তবে টলিউডে এই নজির বড় একটা নেই। ডিভোর্সের পরে সিঙ্গেল পেরেন্ট হিসেবে সন্তান মানুষ করছেন অনেক টলিউড তারকা, তবে বিয়ে না করে একাই সন্তান নেওয়ার পরিকল্পনা কিংবা সাহস কেউই দেখাতে পারেননি এখনো। ব্যতিক্রম সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত। সম্প্রতি বিয়ে না করেই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করে বেশ চর্চায় রয়েছেন এই বাঙালি অভিনেত্রী।
টলিউড এবং বলিউড জুড়ে রাজত্ব করছেন বাঙালি অভিনেত্রী টিনা দত্ত। তিনি বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন হিন্দির উত্তরণ সিরিয়াল থেকে। তবে তার কেরিয়ার শুরু হয়েছিল সিস্টার নিবেদিতা ছবি থেকে। তখন তার বয়স ছিল মাত্র ৫ বছর। এরপর ১০ নম্বর বাড়ি, সাগরকন্যা, ঋতুপর্ণ ঘোষের চোখের বালি থেকে শুরু করে বিদ্যা বালান এবং সেইফ আলী খানের পরিণীতা সিনেমাতেও তাকে দেখেছেন দর্শকরা। তবে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উত্তরণ সিরিয়াল করে তিনি সব থেকে বেশি জনপ্রিয়তা পান। এরপর ফিয়ার ফ্যাক্টর, বিগ বসের মত শোতেও তাকে দেখা গিয়েছিল।
কেরিয়ারে একটার পর একটা সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে কিন্তু একেবারেই সুখ পাননি টিনা। ৫ বছর ধরে একটি প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু তার সেই প্রেমিক তাকে মারধর করতেন। বহুবার শারীরিক এবং মানসিকভাবে প্রেমিকের হাতে হেনস্থা হতে হয়েছে তাকে। সকলের সামনেও তাকে অপমান করতেন তার সেই প্রেমিক। তাই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন টিনা। এখন তার ইচ্ছে তিনি সারোগেসির মাধ্যমে মা হবেন।
আরও পড়ুন : বিয়ের ৪ মাসেই মা হলেন! সুখবর শোনালেন জি বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী
আরও পড়ুন : ৮ মাসের অন্তঃসত্ত্বা, মা হতে চলেছেন তেঁতুল পাতার এই অভিনেত্রী! দিলেন সুখবর
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের টিনা বলেছেন তিনি সুস্মিতা সেনের মত হতে চান। সুস্মিতা বিয়ে না করেই দুটি কন্যা সন্তানকে দত্তক নিয়ে মানুষ করেছেন। তিনিও তেমনটাই করতে চান। হতে পারে তার পরিবার একটি ছোট শহর এবং নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার। তবে তার বাবা-মা বরাবরই প্রগতিশীল মানসিকতার। তাই মেয়ে যদি বিয়ে না করে সন্তান নিয়ে নিজের এবং সন্তানের দেখভাল করতে পারে তাহলে তারা আপত্তি জানাবেন না। আর টিনাও মনে করেন সন্তানের দায়িত্বের জন্য স্বামীর উপর নির্ভর করতে হয় না।