বনি-শ্রীদেবীর পরকীয়ায় নষ্ট শৈশব! শ্রীদেবীকে আজও ক্ষমা করতে পারেননি অনশুলা কাপুর

সৎ মা শ্রীদেবীকে (Sridevi) আজও ক্ষমা করতে পারেননি বনি কাপুরের (Boney Kapoor) প্রথম পক্ষের মেয়ে অনুশুলা কাপুর (Anshula Kapoor)। আসলে শ্রীদেবীর জন্যই যে ভেঙেছিল ‌তাদের চারজনের সুখী পরিবার। শ্রীদেবীর জন্যই দুই সন্তানসহ প্রথম স্ত্রী মোনা শৌরিকে ছেড়ে দিয়েছিলেন বনি। শ্রীদেবীর মৃত্যুর পর এত বছর কেটে গেলেও সেই রাগ এখনও ভোলেননি অর্জুন কাপুরের বোন।

১৯৮৩ সালে মোনাকে বিয়ে করেছিলেন বনি। তারপর বেশ সুখের সংসার ছিল দুজনের। একে একে জন্ম হয় ছেলে অর্জুন কাপুর এবং মেয়ে অনশুলার। কিন্তু বিয়ের ১৩ বছর পর তাল কাটে সংসারের। তখন অশুনলার বয়স মাত্র ৫ বছর। ১৯৯৬ সালে মোনাকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেন বনি। বনির সঙ্গে সম্পর্কের ফলে বিয়ের আগেই অন্তসত্তা হয়ে পড়েছিলেন শ্রীদেবী। বনি ও শ্রীদেবীর বিয়ের আগেই জাহ্নবী চলে এসেছিলেন শ্রীদেবীর পেটে। তাই মোনাকে ডিভোর্স দিয়েই সাত তাড়াতাড়ি শ্রীদেবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসে পড়েন বনি।

SRIDEVI AND BONNY

বাবার এই দ্বিতীয় বিয়েটা অর্জুন এবং অনশুলার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। বাবার সঙ্গে ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। শ্রীদেবীকেও সহ্য করতে পারতেন না তারা। আসলে ঘরেবাইরে সব জায়গাতে অর্জুন এবং অনশুলার পারিবারিক কেচ্ছা নিয়ে কথা হচ্ছিল। তাদের পারিবারিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠছিল। অর্জুন এবং অনশুলা তখন খুবই ছোট। এতে মারাত্মক প্রভাব পড়ে তাদের মনে। তাদের গোটা শৈশবটাই এতে প্রায় নষ্ট হয়ে যায়।

একটি সাক্ষাৎকারে অনুশুলা বলেন, ‘‘৯০ এর দশকে বেড়ে ওঠেছি, সেই সময় কেউ জানত না যে বাবা-মা আলাদা হয়ে গেলে কী বলতে হবে। লোকেরা পারিবারিক মূল্যবোধ, আমার বেড়ে ওঠা ইত্যাদি সম্পর্কে কথা বলতে শুরু করেছিল … আমি খোলসের মধ্যে ঢুকে পড়েছিলাম এবং এই নতুন স্বাভাবিক বিষয়টি (ডিভোর্স) কী তা বোঝার চেষ্টা করছিলাম’’।

আরও পড়ুন : আত্মহত্যা নাকি খুন, মহুয়া রায় চৌধুরীর মৃত্যুর রাতে ঠিক কী হয়েছিল?

Anshula Kapoor

আরও পড়ুন : শাহরুখ থেকে অমিতাভ! নাম বদলে সুপারস্টার হয়েছেন বলিউডের এই ১০ তারকা

বনির প্রথম পক্ষের স্ত্রী মোনা ছিলেন টিভি সিরিয়ালের প্রযোজক। ক্যান্সার এবং উচ্চ রক্তচাপের সঙ্গে লড়াই করে ২০১২ সালে মাল্টিপেল অর্গান ফেলিওরের কারণে তার মৃত্যু হয়। মোনার বয়স তখন ছিল মাত্র ৪৭ বছর। মায়ের মৃত্যুর পর বোন অনশুলাকে আগলে রেখেছিলেন দাদা অর্জুন। শ্রীদেবীর সঙ্গে কোনওদিন সহজ হয়নি তাদের সম্পর্ক। তবে শ্রীদেবীর মৃত্যুর পর অর্জুন ছুটে গিয়েছিলেন দুই সৎ বোন জাহ্নবী এবং খুশিকে সামলাতে। তারপর এই ৪ ভাইবোনের মধ্যে সম্পর্ক কিছুটা ভালো হয়েছে।