‘বাদাম কাকু’ (Badam Kaku) ভুবন বাদ্যকরকে (Bhuban Badyakar) নিশ্চয়ই ভুলে যাননি আপনি? বর্তমান সোশ্যাল মিডিয়ার ভাইরালের বাজারে তিনি এখন কিছুটা কোণঠাসা বটে, কিন্তু তিন বছর আগে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে সর্বত্র ছেয়ে ছিলেন তিনি। সেই বাদাম কাকুই ২০২৪ সালে ফের একবার উঠে এলেন চর্চায়। কলেজ পড়ুয়া অল্প বয়সী এক মেয়ে নাকি তার প্রেমে পড়েছে! পালিয়ে বিয়েও করেছেন তারা!
মাঝে কিছুটা দুঃসময় কাটলেও ফের আবার পুরনো ফর্মে ফিরে এসেছেন ‘বাদাম কাকু’। ‘কাঁচা বাদাম’ গান তার ভাগ্য ঘুরিয়ে দেয় রাতারাতি। তার গানের তালে কোমর দুলিয়েছেন দেশ-বিদেশের সেলিব্রেটিরা। কাজেই তিনিও হয়ে ওঠেন সেলিব্রেটি। বাদাম বিক্রি ছেড়ে গানের জগতই হয়ে ওঠে তার নতুন বিচরণক্ষেত্র। তার নতুন নতুন গান বেরোতে শুরু করে। কিন্তু কোনওটাই ‘কাঁচা বাদামে’র মত তেমন জনপ্রিয়তা পায়নি। কিন্তু হাল ছাড়েননি ভুবন বাদ্যকর।
তিন বছর পেরিয়ে ২০২৪ সালে ফের ভাইরাল হলেন বাদাম কাকু। সৌজন্যে তার নতুন ‘গার্লফ্রেন্ড’! ভুবনের কাঁচা বাদামের নেশায় মজেছেন এক অল্প বয়সে তরুণী! এমনকি পালিয়ে বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেছেন তারা। বাদাম কাকুর গলায় মালা দিয়ে নতুন জীবন শুরু করে দিল সেই মেয়ে। ভাবছেন এরকম কী করে হল? আসলে সবটাই ঘটেছে বাদাম কাকুর নতুন ‘হ্যাপি নিউ ইয়ার’ গান ‘কলেজে পড়তে গিয়ে’ -এর সুবাদে।
২০২৩ সালের শেষের দিকে মুক্তি পেয়েছে ভুবন বাদ্যকরের এই নতুন গান। বলা যেতে পারে নতুন বছরে এই গানের হাত ধরে নতুনভাবে কামব্যাক করলেন বাদাম কাকু। এতদিন নানা সমস্যায় জর্জরিত থাকায় প্রায় হারিয়ে যেতে বসেছিলেন তিনি। ২০২১ সালে ভাইরাল হওয়ার পর একসময় প্রতারণার ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন। তাকে ভুল বুঝিয়ে তারই গানের কপিরাইট নিয়ে নেওয়া হয়। এমনকি তিনি আর্থিক প্রতারণারও শিকার হন।
শুধু তাই নয়, পাড়া-প্রতিবেশী এবং পাড়ার ক্লাবের সদস্যরাও নানাভাবে টাকা চেয়ে ভুবন বাদ্যকরকে অতিষ্ঠ করে তুলতে থাকেন। বাদাম বিক্রি বন্ধই ছিল, তার ওপর এই অত্যাচার! একসময় বাড়ি ছেড়ে পরিবার নিয়ে অন্যত্র ভাড়া বাড়িতে গিয়েও থাকতে বাধ্য হয়েছিলেন তিনি। বলতে গেলে খ্যাতির ফাঁদে পা দিয়ে তা সাধারণ জীবনটাই নষ্ট হতে বসে। কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নতুন করে সবকিছু শুরু করতে চান তিনি।
আরও পড়ুন : ‘কাঁচা বাদাম’ গানে নেচে রাতারাতি ভাইরাল! কত টাকার মালিক ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি অরোরা
আরও পড়ুন : বাদাম কাকুর থেকেও করুণ পরিণতি! দেখুন কী অবস্থায় দিন কাটাচ্ছেন রাণু মন্ডল
মাঝে বেশ কিছুদিনের ব্রেক নেওয়ার পর শেষমেষ মুক্তি পেল ভুবন বাদ্যকরের এই নতুন গান ‘কলেজে পড়তে গিয়ে’। ইউটিউবে মুক্তি পাওয়ার পর বেশ ভালই ভিউ হচ্ছে সেই গানে। ফেসবুকেও শেয়ার করা হয়েছে গানটিকে। সেই গান ইতি মধ্যেই ৯.৯ মিলিয়ন ভিউ পেয়েছে ফেসবুকে। প্রচুর লাইক এবং শেয়ার হচ্ছে। কে বলতে পারে, এই নতুন গানই হয়তো বাদাম কাকুকে আবার ফিরিয়ে দেবে ভাইরালের সাম্রাজ্যে তার সেই পুরনো রাজত্ব।