স্বাধীনতার পর ৭১ বছর কেটে গেছে। পরাধীন জাতি থেকে স্বাধীন রাষ্ট্রে উর্তীর্ণ হয়েছে ভারত। দেশ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু সমাজ ব্যবস্থায় তেমন কোনও বদল আসেনি। সাত দশক পরেও ভারতের বিভিন্ন অংশে দারিদ্র, অশিক্ষা, জাতিগত বৈষম্য, দাঙ্গার মতো ঘটনা ঘটছে। বেশ কিছু গুরুতবপূর্ন ঘটনার সাক্ষী থেকেছে দেশ যা বদলে দিয়েছে ভারতের ইতিহাস। এখানে একনজরে তেমনই কয়েকটি ঘটনার তালিকা করেছি আমরা।

১) ভারত-চীন যুদ্ধ
১৯৬২ সালের যুদ্ধ ভারত এবং চিন দুটি প্রতিবেশী রাষ্ট্রেই ছাপ ফেলেছে। বদলে গেছে সম্পূর্ণ দেশের ইতিহাস। ১৯৬২ সালের ২০ অক্টোবর চীন এবং ভারত মুখোমুখি হয় লাদাখে৷ ভারতের সৈন্য সংখ্যা ছিল ১০,০০০ থেকে ২০,০০০৷ অন্যদিকে, চিনা বাহিনী আশি হাজারের বিপুল সৈন্য বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সৈন্যদের উপর৷ সীমানা নিয়ে বিরোধ থেকেই ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধের সূত্রপাত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে নিজের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবী করে। এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে। যুদ্ধের প্রভাব পড়ে দুটি দেশের উপরেই৷ কিছুদিন আগেই ডোকলাম সংঘাতের সময় চিন বলে, আজকের দিনে যদি যুদ্ধ হলে ১৯৬২ সালের থেকে অনেক বেশি ক্ষতির মুখে পড়বে ভারত৷
যুদ্ধে ভারত একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। চীন আকসাই চীন দখলে রাখে কিন্তু অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয়। ওই যুদ্ধের পর থেকেই ভারতের শান্তিবাদী পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসে।

২) জরুরি আবস্থা
১৯৭৫ সালের ২৫ জুন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন৷ ভারতের মানুষ সম্পূর্ণ স্বাধীনতা ও গণতান্ত্রিক রাষ্ট্রে থাকার সুবিধা ভোগ করছে। কিন্তু জরুরি অবস্থায় মানুষের মৌলিক অধিকারগুলিও সীমায়িত করা হয়েছিল। হাজারেরও বেশি রাজনৈতিক নেতা-নেত্রী ও পড়ুয়াদের জেলে বন্দী করে রাখা হয়েছিল। বিরোধিতা করে জেলে গিয়েছেন অনেক রাজনৈতিক নেতাও। যার মধ্যে লালকৃষ্ঞ আদবানি, লালুপ্রসাদ যাদবের নাম উল্লেখ্যযোগ্য৷

৩) সংরক্ষণ
ভারতের স্বাধীনতা লাভের পর তফসিলি জাতি-উপজাতির শোষণের বিষয়টি সামনে আসে৷ আর, তখনই প্রয়োজন হয় শিক্ষা এবং কর্মক্ষেত্রে পদ সংরক্ষণের৷ তবে, সমাজ থেকে বঞ্চিত হয়ে পড়েছিল আরও একটি শ্রেণী, ওবিসি৷ কিন্তু, পুরো বিষয়টিতে পরিবর্তন আসে ১৯৯০ সালের ৭ আগস্ট৷ প্রধানমন্ত্রী ভিপি সিং ঘোষণা করেন মন্ডল কমিশনের রিপোর্টকে মঞ্জুর করা হয়েছে৷ রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল ১৯৮০ সালে৷ যেখানে বলা হয় ২৭ শতাংশ পদ সংরক্ষিত থাকবে একই শ্রেণীভুক্ত মানুষদের জন্য৷

৪) অর্থনৈতিক সংস্কার
১৯৯১ সালের ২৪ জুলাই অর্থমন্ত্রী মনমোহন সিং কেন্দ্রের বাজেট পেশ করেন৷ যেটি ভারতের মধ্যে সবথেকে ঐতিহাসিক বাজেটের আখ্যা পায়৷ এই বাজেট ভারতীয় অর্থনীতিকে অনেকাংশে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে৷ সেই সময় ভারতের অর্থনীতির একটি খারাপ সময় যাচ্ছিল৷ যেখানে এই ধরণের সিদ্ধান্ত নেওয়ার ভীষণ প্রয়োজন পড়েছিল৷ ওই বাজেটেই বহু অর্থনৈতিক সংস্কার হয়, যার ফলও আজও ভোগ করছে দেশ।
আরও পড়ুন : পোস্ট অফিসে ২০ টাকা দিয়ে খুলুন Savings Account! পাবেন চেকবই, ATM সুবিধা

৫) বাবরি মসজিদ ধ্বংস
১৯৯২ সালের বাবরি মসজিদের ধ্বংস হয়ে যাওয়া আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা৷ যা গভীরভাবে ছাপ ফেলেছিল ভারতের ইতিহাসে৷ মসজিদটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়৷ যেটি প্রভাব ফেলেছিল মুম্বই, বিহার সহ একাধিক জায়গায়৷ এখনও পর্যন্ত এই সমস্যার কোনও সমাধান হয়নি।

৬) মুম্বই হামলা
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে গত বছরের ২৬ নভেম্বর সন্ত্রাসী হামলা চালায় সন্দেহভাজন জঙ্গি সংগঠন ডেকান মুজাহিদিন৷ সন্ত্রাসী হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হোটেল তাজ৷ মুম্বইয়ের তাজ হোটেলে সন্ত্রাসীরা অপহরণ করে দেশ ও বিদেশের বেশ কয়েকজন নাগরিককে৷ মুম্বইয়ের একাধিক অভিজাত হোটেল, হাসাপাতালও রেল স্টেশনসহ নয়টি এলাকায় হামলা চালায় জঙ্গীরা। হামলায় মুম্বইয়ের ৯ টি স্থানে কমপক্ষে ১৬৬ জন নিহত হন। সন্ত্রাসী হামলার পর মুহুর্মুহু বিস্ফোরণে কেপেঁ ওঠে হোটেল তাজ৷ মুম্বই সন্ত্রাসী ঘটনার দুই দিন পর, তখনও জ্বলছে তাজ৷ তিন দিন ধরে চলেছিল হামলাটি৷
আরও পড়ুন : মৃত্যুর পরেও এই ভারতীয় সৈনিকের আত্মা সীমান্তকে রক্ষা করছে

৭) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
২০১৪ র লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছিল ১৬ মে৷ যেখানে দুই গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙে ফেলা হয় একসঙ্গে৷ প্রথমটি ভারতের রাজনৈতিক ইতিহাসে কংগ্রেসকে সরিয়ে বিজেপি জয়ী হয় ২৮২ সিটের দ্বারা৷ অন্য রেকর্ডটি হল ২০১৪ তে ভোটে সবচেয়ে খারাপ ফল করে কংগ্রেস৷ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে নরেন্দ্র মোদী পাড়ি দিয়েছেন তিন লাখ কিলোমিটার পথ৷ সারা ভারতে পাঁচ হাজার ৮২৭টি জনসভায় তিনি অংশ নিয়েছেন, নয় মাসে মুখোমুখি হয়েছেন পাঁচ কোটি মানুষের৷
৬৩ বছর বয়সি মোদীর নেতৃত্বে এই বিজয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে হিন্দুত্ববাদী দল বিজেপি৷ ৭ই এপ্রিল থেকে ১২ই মে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় এ নির্বাচনে ভোটার ছিলেন ৮১ কোটি ৪০ লাখ৷ তাঁদের মধ্যে রেকর্ড ৬৬ দশমিক ৩৮ শতাংশ ভোট দিয়েছেন৷