বিয়ে না করেই মা হতে চান, বলিউডের এই সুন্দরীরা যে কাণ্ড ঘটিয়েছেন জানলে চোখ কপালে উঠবে

৫০ পেরোলেও বিয়ে করেননি, মা হতে চেয়ে বলিউডের এই সুন্দরীরা যে কান্ড ঘটিয়েছেন জানলে চোখ কপালে উঠবে

7 Bollywood Actresses Who Had Frozen Their Eggs To Become Mother In Future

কেরিয়ারের কথা ভেবে মা হওয়ার সিদ্ধান্ত এড়িয়ে যাচ্ছেন কর্মব্যস্ত মহিলারা। তবে দেরীতে সন্তান ধারণের ক্ষেত্রে হতে পারে জটিলতা। কিন্তু আধুনিক উন্নত প্রযুক্তির যুগে জটিল পদ্ধতিকে সরল করতে পারে সারোগেসি। ইদানিং বহু বিদেশি মহিলার মত ভারতীয় মহিলারাও নিজেদের ডিম্বাণু সংরক্ষণ (Frozen Eggs) করে রাখছেন ভবিষ্যতের কথা ভেবে।

হলিউডের কোর্টনি কার্দেশিয়ান, কিম কার্দেশিয়ান, রিটা ওরা, এমি স্ক্যামারের মত তারকারাও এই পথে হেঁটেছেন। হলিউডের পাশাপাশি বলিউডেও রয়েছে এই ট্রেন্ড। জেনে নিন বলিউডের কোন কোন নায়িকা ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন দেরীতে সন্তানের মুখ দেখবেন বলে।

TANISHA MUKHERJEE

তানিশা মুখোপাধ্যায় (Tanisha Mukherjee) : বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় নিজেও একজন অভিনেত্রী। একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। এছাড়াও বিগবসের সপ্তম সিজনের প্রতিযোগীও ছিলেন তিনি। তিনি ভবিষ্যতের কথা ভেবে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন। তিনি একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ৩৩ বছর বয়সেই তিনি ডিম্বাণু সংরক্ষণ করতে চেয়েছিলেন। তবে চিকিৎসকরা তখন তাকে বাঁধা দেয়।

মোনা সিং (Mona Singh) : ‘জস্সি জ্যায়সি কোই নেহি’ ধারাবাহিকের নায়িকা মোনা সিং দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ। তিনিও ৩৪ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন। ২০১৯ সালে একজন ব্যাঙ্কারকে বিয়ে করেন তিনি। তার বয়স এখন ৪০ বছর। এখনই মা হওয়ার ইচ্ছে নেই তার। বরং স্বামীর সঙ্গে গোটা পৃথিবী ঘুরে বেড়াতে চান মোনা।

EKTA KAPOOR

একতা কাপুর (Ekta Kapoor) : হিন্দি টেলিভিশনের নামী প্রযোজক এবং পরিচালক একতা কাপুর ৩৬ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে তিনি মা হয়েছেন। তবে তার আগে আইভিএফের একাধিক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে একতাকে যেতে হয়েছিল।

DYNA HEDEN

ডায়না হেডেন (Dyna Heden) : প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বিশ্বের দ্বিতীয় সিজনের প্রতিযোগী ডায়নাও ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন। ইতিমধ্যেই তিনি দুই সন্তানের জননী হয়েছেন সংরক্ষিত ডিম্বাণুর ব্যবহারে।

RAKHI SAWANT

রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) : রাখিও নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন। তিনি এক অনাবাসী ভারতীয়কে বিয়ে করেছেন বলেও জানা যায়। বিগ বসের সাম্প্রতিক মরসুমে তার স্বামীর পরিচয় ফাঁস করেছিলেন তিনি।