ভরপুর যৌনদৃশ্য, রহস্য থেকে কমেডি, এই ৬টি ওয়েব সিরিজ না দেখলে চরম মিস

ইদানিং বিনোদনপ্রেমীদের কাছে ওটিটি (OTT) প্ল্যাটফর্মের চাহিদা বাড়ছে। এই প্ল্যাটফর্ম গুলিতে যেমন সিনেমা দেখা যায়, তেমনি ভিন্ন ভিন্ন স্বাদের ওয়েব সিরিজও (Web Series) দেখার সুযোগ থাকে। বর্তমানে আপনার হাতের মুঠোয় রয়েছে এমন কিছু প্ল্যাটফর্ম যেগুলিকে বলা যেতে পারে এন্টারটেইনমেন্টের আকর। আজকের এই প্রতিবেদনে রইল ৬ সিনেমা (Movie) এবং ওয়েব সিরিজের নাম, যেগুলিতে আপনি কমেডি, অ্যাকশন, থ্রিলার, রহস্য থেকে যৌনতা সবই পাবেন। দেখুন তো এর মধ্যে কোনওটা মিস করছেন কিনা।

ব্রোকেন বাট বিউটিফুল (Broken But Beautiful) : বর্তমান সময়ের বেশিরভাগ ওয়েব প্ল্যাটফর্মেই সাবস্ক্রিপশন চার্জ দিতে হয়। তবে এমএক্স প্লেয়ার এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গ্রাহককে অতিরিক্ত কোনও খরচ করতে হয় না। এমএক্স প্লেয়ারের তাবড় তাবড় কিছু ওয়েব সিরিজের মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হল ব্রোকেন বাট বিউটিফুল। এই সিরিজের তিনটি সিজন আছে। রোমান্স এবং থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজ দেখতে পাবেন একেবারে বিনামূল্যে। উল্লেখ্য, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

দ্য ফ্যামিলি ম্যান (The Family Man) : মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজের দুটি সিজনই সুপারহিট। কমেডি থেকে শুরু করে দুর্দান্ত অ্যাকশন, সাসপেন্স কি নেই এই ওয়েব সিরিজে! প্রত্যেক এপিসোডেই ‌টানটান উত্তেজনা অনুভব করবেন। দর্শকের বিচারে এই ওয়েব সিরিজ দুর্দান্ত হিট।

হ্যালো (Hello) : হইচই ওয়েব প্ল্যাটফর্মে বাংলা ওয়েব সিরিজ ‘হ্যালো’র তিনটি সিজন রয়েছে। রাইমা সেন অভিনীত এই ওয়েব সিরিজ একদিকে যেমন বোল্ড দৃশ্যে ভরপুর, অন্যদিকে কাহিনীর পরতে পরতে রয়েছে দারুণ থ্রিল। এই ওয়েব সিরিজ আপনি চাইলে হইচইয়ে প্রিমিয়াম দিয়ে কিংবা এমএক্স প্লেয়ারে বিনামূল্যে দেখতে পারবেন।

শুক্রাণু (Shukranu) : জি ফাইভ অ্যাপ্লিকেশনে আপনি এই ছবিটি দেখতে পারেন। ছবিটি আপাদমস্তক কমেডিতে ভরপুর। ভ্যাসেকটমির পর একজন পুরুষের জীবন কিভাবে বদলে যায় সেই নিয়েই ছবির গল্প এগিয়েছে। ছবিটি গতানুগতিক চিন্তাভাবনার গোড়ায় আঘাত হানবে। সমাজে পুরুষত্ব সম্পর্কিত মনোভাবের পরিবর্তন আনতে একটা ভীষণ সাহসী প্রেক্ষাপটে বানানো হয়েছে এই ছবিটি।

দ্য গার্ল অন দ্য ট্রেন (The Girl On The Train) : এই ছবিতে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর। ছবিটি রহস্য-রোমাঞ্চ এবং দুর্দান্ত সাসপেন্সে ভরপুর। ছবিটি দেখে নিতে পারেন নেটফ্লিক্সে।

লাহোর কনফিডেনশিয়াল (Lahore Confidential) : জি ফাইভ অরিজিনালসের এই ছবিটি জি ফাইভ অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কারিশমা তান্না, রিচা চাড্ডা এবং অরুণোদয় সিং। এক তালাক প্রাপ্ত মহিলার কাহিনী নিয়ে এই দুর্দান্ত থ্রিলারধর্মী ওয়েবসিরিজ মিস করবেন না যেন।