হিন্দু পুরাণের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝিনা আমরা। আমাদের ঐতিহ্য এবং পুরাণ সম্পর্কেও এই কথা খাটে। আমরা সাধারণত বেদ, পুরাণ এবং অন্যান্য হিন্দু গ্রন্থকে তাদের গল্প বা কল্পকাহিনী হিসাবে বিবেচনা করি। আমরা এগুলিকে প্রামাণ্য হিসাবে মানি না। বিষ্ণুর দশাবতার যে বিবর্তনবাদের ইঙ্গিত দেয়। যার হাজার বছর বাদে ডারউইন থিয়োরি অফ এভিলিউশন তত্ব প্রতিষ্ঠা করেন। প্রাচীন ভারতে বিজ্ঞানের প্রভূত অগ্রগতি হয়েছিল। অনেক বায়টেকনলজিক্যাল উদ্ভাবন ঘটেছিল সেই সময়।
আমরা এখানে তেমনই ৬ আবিষ্কারের তালিকা তৈরি করেছি।

Surrogacy the birth of balaram
Source

সারোগেসি – বলরামের জন্ম

৩১০০ খ্রীষ্টপূর্বাব্দে লেখা হয়েছে ভাগবত পুরাণ। সেখানে বর্ণনা করা হয়েছে, কীভাবে কংস বাসুদেবের স্ত্রী দেবকীর ৬ সন্তানকে হত্যা করেছিল। সপ্তমবার শেষনাগ আসে দেবকীর গর্ভে। কংসের আক্রোশ থেকে বাঁচাতে বিষ্ণু দেবকীর গর্ভস্থ ভ্রুণ কৌশলে স্থাপন করেন রোহিনীর গর্ভে। পৃথিবী তাঁকে জানে বলরাম নামে।
আধুনিক সময়ে ১৯৭৮ সালে প্রথম টেস্টটিউব বেবির জন্ম হয়।

আরো পড়ুন : হিন্দুধর্মের সাথে পৃথিবীর অন্য ধর্মের যোগসূত্র

Human Cloaning the birth of Kaurav
Source

হিউম্যান ক্লোনিং – কৌরবদের জন্ম

মহাভারতে দেখেছি, গান্ধারী ২ বছর গর্ভধারণ করার পর মাংস উৎপন্ন করেন। মহর্ষি ব্যাস সেই মাংস ১০০ খন্ডে কেটে ভেষজ জড়িবুটি মাখিয়ে আলাদা ১০০টি জারে রাখেন। সেখান থেকে সামনে আসে ১০০ শিশু যারা কৌরব নামে পরিচিত।

আরো পড়ুন : যে ১০টি কারণে দ্রৌপদী মহাভারতের আদর্শ নারী এবং সকল নারীর অনুসরণযোগ্য

Source

জিন ট্রান্সপ্ল্যান্ট – গণেশর মাথা

পুরাণ অনুসারে, গণেশের জন্ম হয়েছিল মা পার্বতীর নিজস্ব ইচ্ছায়। তাঁর জন্মে শিবের কোনও ভূমিকা ছিল না। বরং পার্বতীর স্নানকক্ষে প্রবেশের পথে বাধা পেয়ে শিব দ্বাররক্ষী গণেশের সঙ্গে যুদ্ধ করেন এবং তাঁর মস্তকছেদন করেন। পরে তাঁর মস্তকে হস্তিমুণ্ড স্থাপন করে শিব পার্বতীর রোষ থেকে মুক্ত হন।

Source

অঙ্গের পুনর্জন্ম

শরীরের কোনও অঙ্গের পুনরুতপাদনের অনেক ঘটনা আমরা হিন্দু পুরানে দেখেছি। যখনই কোনও দৈত্য বা দানবের হাত বা পা কাটা গেছে তৎক্ষণাৎ সেই জায়গায় নতুন অঙ্গ গজিয়েছে। আধুনিক জীববিজ্ঞানে বিজ্ঞানীরা মানুষের, প্রাণী এবং উদ্ভিদের কোষকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। যদিও হিন্দু পুরাণে কোষ ও দেহের পুনর্জন্ম পুনরুদ্ধারের ঘটনাগুলি পাওয়া যায় কিন্তু আধুনিক বিজ্ঞানের মানুষের কোষের পুনর্জন্ম এখনো পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে।

আরো পড়ুন : হিন্দু ধর্মে মেয়েদের নানান অলঙ্কার পরার পেছনে আশ্চর্যজনক বৈজ্ঞানিক কারণ

Brain Surgery in old age
Source

মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

প্যালিওথ্রোপোলজিস্ট এ আর সাংখ্যের মতে, ব্রোঞ্জ যুগে ভারতে অস্ত্রোপচারের চল ছিল। বিজ্ঞানীরা মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের নমুনা পেয়েছেন। প্রাচীন নগর সভ্যতা থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ৪৩০০ বছরের প্রাচীন মাথার খুলি। যেখানে অস্ত্রপাচারের চিহ্ন বিদ্যমান।

আরো পড়ুন : শিব পুজো যেসব দিয়ে করলে সকল মনস্কামনা পূর্ন হবে

Birth of Veerbhadra
Source

আরো পড়ুন : ১০ হিন্দু বিশ্বাসের পেছনের যুক্তি

জেনেটিক ইঞ্জিনিয়ারিং – বীরভদ্রের জন্ম

স্বামী মহাদেবকে আমন্ত্রণ জানানো না হলেও পিতা দক্ষের গৃহে যজ্ঞে যান সতী। সেখানে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মাহূতি দেন সতী। স্ত্রীর শোক সহ্য করতে না পেরে ক্রোধান্বিত শিব নিজের মাথার এক মুঠো চুল তুলে ভূমিতে আছড়ে ফেলেন। সেখান থেকে সৃষ্টি হয় বীরভদ্রের ভীষণ মূর্তি। শিবের নির্দেশে দক্ষের যজ্ঞ পণ্ড করে দক্ষকে হত্যা করে কৈলাসে ফিরে যান ভীষণাকায় বীরভদ্র।

আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒ এখানে ক্লিক করুন 

সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হন : Facebook Instagram Twitter