বন্ধ হয়ে যাচ্ছে ৬টি জনপ্রিয় বাংলা সিরিয়াল, আসছে এক ঝাঁক নতুন সিরিয়াল

দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বস্তাপচা গল্পের বদলে বাংলা চ্যানেলগুলো আনছে নতুন নতুন স্বাদের ধারাবাহিক। জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) এই দৌড়ে একে অপরকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ। ভালো টিআরপি না পেলেই তাই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। তার জায়গায় আসছে নতুন ধারাবাহিক। এই দুই চ্যানেল মিলিয়ে আগামী দিনে বেশ কয়েকটি ধারাবাহিক বন্ধ হওয়ার মুখে। দেখে নিন কোন কোন ধারাবাহিক রয়েছে এই তালিকায়।

গতকাল অর্থাৎ ১লা মে স্টার জলসাতে শেষ হয়ে গিয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’। ২রা মে থেকে খুকুমণি হোম ডেলিভারির জায়গায় স্থান পাচ্ছে সুস্মিতা দে’র নতুন ধারাবাহিক ‘বৌমা একঘর’। এদিনই জি বাংলাতে ‘কড়ি খেলা’ ধারাবাহিকের অন্তিম পর্বের সম্প্রচার হয়েছে। ২রা মে থেকে ‘লালকুঠি’ জায়গা করে নেবে সেই স্লটে। এছাড়াও আরও চারটি ধারাবাহিক এবার বন্ধ হওয়ার মুখে।

Star Jalsha`s Bouma Ekghor will Replace Khukumoni Home Delivery

এই চার ধারাবাহিকের মধ্যে দুটি ধারাবাহিক রয়েছে জি বাংলার এবং বাকি দুটি স্টার জলসার। স্টার জলসার ‘খেলাঘর’ এবং ‘গঙ্গারাম’ এবার শেষ হতে চলেছে। ২০শে মে ‘গঙ্গারাম’ ধারাবাহিকের অন্তিম সম্প্রচার হতে চলেছে। অন্যদিকে ‘খেলাঘর’ ধারাবাহিকটিও এবার শেষ হতে চলেছে। টিআরপির অভাবে আগেই ধারাবাহিকের স্লট বদলে দেওয়া হয়েছিল। ধারাবাহিকের অন্তিম সম্প্রচারের দিন এবার আসন্ন। আগামী ২২শে মে খেলাঘরের শেষ সম্প্রচার।

অন্যদিকে জি বাংলার ‘যমুনা ঢাকি’ এবং ‘সর্বজয়া’ ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে অনেকদিন আগে থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। গাঁজাখুরি গল্প দেখানোর অভিযোগ তুলে দর্শকরা বারবার এই দুই ধারাবাহিক বন্ধের দাবি তুলেছিলেন এর আগে। শেষমেষ এই দুই ধারাবাহিকে বন্ধ হওয়ার খবরও মিলেছে।

Debashree Roy is being Trolled for her Character on Zee Bangla Sharbojoya

স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে ব্লুজ প্রোডাকশনের আওতায় সবকটি ধারাবাহিক ধীরে ধীরে শেষ হতে চলেছে। ‘যমুনা ঢাকি’ এবং ‘সর্বজয়া’র উপরেও নেমে আসছে চ্যানেলের কোপ। সর্বজয়া ধারাবাহিকটি আগামী ১৪ই মে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন খোদ দেবশ্রী রায়। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন অভিনেত্রী। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকটি আগামী ২০শে মে বন্ধ হতে চলেছে। জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ আসছে সন্ধ্যা ৭.০০টায়। এই সময় সম্প্রচারিত ‘উমা’ ধারাবাহিকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে সর্বজয়ার স্লটে।