RRR সিনেমায় ‘সীতা’র চরিত্র ছেড়ে আজ চরম আফসোস করছেন এই ৬ বলিউড অভিনেত্রী

এস এস রাজামৌলি ছবি মানেই বক্স অফিসে সুপারহিট। শুধু সুপারহিট নয়, হাজার কোটি টাকার ব্যবসার নিচে নামে না সেই ছবি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে খ্যাতি। তবে এহেন ছবির প্রস্তাব অনেক সময় ছেড়ে দেন তারকারা। এই যেমন ‘আরআরআর’ (RRR)-এ অভিনয়ের সুযোগ হারিয়ে আজ অর্থ-খ্যাতি সবই হারালেন বলিউডের নায়িকারা। দেখে নিন তালিকা-

ইসাবেলা কাইফ (Isabelle Kaif) : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোনও বলিউডে পা রাখার পরিকল্পনা করছেন। এস এস রাজামৌলির প্রস্তাবে রাজি হলে তার অভিষেক হত দক্ষিণী ছবিতে। জুনিয়র এনটিআরের বিপরীতে ‘জেনি’ নামের একটি চরিত্রের জন্য তাকে বেছে নেওয়া হয়েছিল। তবে ইসাবেলা প্রথমে চিত্রনাট্য পড়তে চেয়েছিলেন। রাজামৌলি তাতে রাজি না হওয়াতে সুযোগ ইসাবেলার হাত ফসকে যায়

Isabelle Kaif

পরিনীতি চোপড়া (Parineeti Chopra) : ছবিতে রামচরণের বিপরীতে ‘সীতা’ চরিত্রের জন্য রাজামৌলি পরিনীতি চোপড়ার কাছে প্রস্তাব রাখেন। প্রথমে এই চরিত্রের প্রস্তাব আলিয়াকে দেওয়া হলেও তিনি কোনও কারণে না করে দিয়েছিলেন। যদিও পরে অবশ্য আলিয়া ফের এই চরিত্রের জন্য রাজি হয়ে যান।

শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) : আলিয়া এবং পরিনীতি ছাড়াও পরিচালকের নজরে ছিলেন শ্রদ্ধা। ‘সীতা’ চরিত্রের জন্য শ্রদ্ধা কাপুরকেও সুযোগ দিতে চেয়েছিলেন রাজামৌলি। তবে শ্রদ্ধা প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন। কারণ সেই মুহূর্তে তিনি অন্য ছবির জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

shraddha kapoor

এমি জ্যাকসন (Amy Jackson) : জুনিয়র এনটিআরের বিদেশিনী প্রেমিকার চরিত্রের জন্য এমি জ্যাকসনকে নিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু এমি সেই সময় গর্ভবতী ছিলেন। তাই তিনি প্রস্তাব ফিরিয়ে দেন।

ডেইজি (Daisy) : জুনিয়র এনটিআরের ওই বিদেশিনী প্রেমিকার চরিত্রের জন্য পরিচালকের পছন্দ ছিলেন ডেইজিও। কিন্তু কোনও কারণবশত তিনি ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। বলিউড সূত্রে খবর, এই ছবিতে শুটিংয়ের দেরি হচ্ছিল। তাই বাধ্য হয়ে ডেইজি প্রস্তাব ফিরিয়ে দেন।