বছরের শুরুতেই ভাগ্য বদলে যেতে চলেছে পাঁচ রাশির (zodiacs sign) জাতকদের। মার্চ মাস থেকেই শুরু হয় যাচ্ছে ভাগ্য বদলের খেলা। ৪টি বড় গ্ৰহের অবস্থান পরিবর্তনের কারণেই এই বদল শুরু হতে চলেছে। ১৫ মার্চ থেকে শুরু হয়ে যাবে গ্ৰহের অবস্থান পরিবর্তনের প্রক্রিয়া। এই বদলের ফলে ধন-সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে ৫ রাশির জাতকদের।
বৃষ রাশি(Taurus): মার্চ মাসে বৃষ রাশির জাতকরা খুব ভাগ্যবান হবেন। তারা যে কাজ হাত দেবে সেটাই সফল হবে। বহুদিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারে। নতুন কোনও কাজও শুরু করতে পারে। এছাড়াও চাকরিতে পদন্নতি হবে, যার ফলে বেতন বাড়বে ও ব্যবসায়ীদের লাভ হবে।
মিথুন রাশি(Gemini): মিথুন রাশির জাতকদের এই মাসে সব আর্থিক অনটন দূর হবে। কারণ এই মাসে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। এর ফলে প্রচুর পরিমাণে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয় বাড়বে , বিদেশে যাওয়ার সম্ভবনা তৈরি হবে ও সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে।
কর্কট রাশি(Cancer): সমস্ত ধার মিটবে, অনেক টাকা সঞ্চয় করতে পারবে। আগের থেকে আয় অনেকটাই বাড়বে। ব্যবসায়ীদের লাভ হবে , যারা চাকরি করেন তাদের ঘাড়ে দায়িত্ব আরও বাড়বে। মহিলাদের জন্য এই মাস খুব লাভদায়ক। এছাড়াও বিয়ে নিয়ে যারা চিন্তিত তাদের এই সময় পাকা কথা হতে পারে।
তুলা রাশি(Libra): এই রাশির জাতকদের জীবন এই মাসে সম্পূর্ণ বদলে যাবে। চাকরি ও ব্যবসা এই দুই ক্ষেত্রেই লাভের সম্ভাবনা আরও বাড়বে। পরিবারের সব অশান্তি দূর হবে, যার ফলে দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে ও পুরনো প্রেম ফিরে আসতে পারে।
মীন রাশি(Pisces): ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য এটা খুবই ভাল সময়। এই সময় চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে। আর্থিক সমস্ত বাধা পেরিয়ে আসবে প্রচুর টাকা। এছাড়াও বিবাহযোগ্য যারা আছেন তাদের বিয়ের হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।