বয়কটের জেরে একের পর এক সিনেমা ফ্লপ, বন্ধ হয়ে গেল এই ৫ বিগ বাজেট ছবির শুটিং

বর্তমানে বলিউডের (Bollywood) যে দশা চলছে তাতে নতুন করে বড় বাজেটের ছবি বানাতেও ভয় পাচ্ছেন নির্মাতারা। বয়কটের সংস্কৃতি এমনভাবে ছড়াচ্ছে যে যেন তেন প্রকারে ছবিগুলিকে ফ্লপ হতে বাধ্য করছেন দর্শকরা। বলিউডে এমন অনেক ছবির ঘোষণা হয়েছিল যার শুটিং এখন বিশ বাও জলে। ছবিগুলো কবে তৈরি হবে, কবে মুক্তি পাবে ঠিক নেই কোনও। আজ এই প্রতিবেদনে রইল সেই সকল দুর্ভাগ্যজনক ছবির তালিকা।

তখত (Takht) : করণ জোহারের ধর্ম প্রোডাকশনের আওতায় মুক্তি পেত এই ছবিটি। ছবিটি নাকি প্রযোজকের হৃদয়ের একটি অংশ। ২০১৯ সালে ছবিটির ঘোষণা করেছিলেন তিনি। তিনি বলেছিলেন ২০২০ সালের মার্চ মাসে ছবিটি মুক্তি পাবে। এরপর করোনার কারণে ছবিটি আটকে যায়। মুঘল যুগের উপর ভিত্তি করে এই মহাকাব্যিক ও পারিবারিক ছবিতে সিংহাসন লড়াইয়ের দখল নিয়ে শাহজাহানের দুই পুত্র দারা এবং ঔরঙ্গজেবের লড়াই নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন করণ। কিন্তু এখন এই ছবিটি নিয়ে আর কোন উচ্চবাচ্য শোনা যাচ্ছে না।

দ্য ইমমর্টাল অশ্বথামা (The Immortal Ashwatthama) : ‘উরি’ খ্যাত পরিচালক আদিত্য ধর ভিকি কৌশলকে নিয়ে আরও একটি ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন। তবে ছবির শুটিংয়ে প্রথম থেকেই নানা কারণে বাঁধা পড়ছিল। করোনার পর ছবিটির কাজ একেবারেই ধসে পড়ে। এই ছবিটি কবে শুটিং হবে তা জানা যায়নি।

ইনশাআল্লাহ (Inshaallah) : সঞ্জয় নীলা বানশালি সালমান খান এবং আলিয়া ভাটকে নিয়ে একটি ছবির ভাবনা ভেবেছিলেন। এই ছবির হাত ধরে দীর্ঘ ১৯ বছর পর সালমান এবং বানশালি একই ছাতার তলায় আসতে চলেছিলেন। ‘হাম দিল দে চুকে সনম’ এর পর এটাই ছিল তাদের প্রথম কাজ। তবে অন্যান্য ছবিগুলির মত এই ছবিটিও কবে যে পর্দায় আসবে তা জানা যায়নি।

inshaallah

চন্দা মামা দূর কে (Chanda Mama Dur Key) : পরিচালক সঞ্জয় পুরান সিং সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এই ছবিটি বানাতে চেয়েছিলেন। ছবিতে একজন মহাকাশচারীর গল্প দেখানো হত। ২০১৭ সালে এই ছবির ঘোষণা হয়। তবে কোনও কারণে আটকে পড়েছিল ছবির শুটিং। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর এই ছবি নিয়ে সমস্ত পরিকল্পনা ধুয়ে মুছে সাফ হয়ে যায়।

গুলাব জামুন (Gulab Jamun) : অনুরাগ কাশ্যপের এই প্রজেক্টটাও বহুদিন যাবত বন্ধ হয়ে রয়েছে। এই ছবিতে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনকে জুটি হিসেবে তুলে ধরার কথা ছিল। ছবিটি নিয়ে এখন আর কোনও আপডেট পাওয়া যাচ্ছে না।