২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই ৫ টলিউড তারকা

টলি পাড়ায় বাজতে চলেছে বিয়ের সানাই। সপ্তাহ খানেকের মধ্যেই শুরু হতে চলেছে বিয়ের পর্ব। সম্প্রতি চার হাত এক হল গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার,অনির্বান ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামীর। কয়েক দিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই ৫ জনপ্রিয় সেলিব্রিটি।

   

ফেব্রুয়ারি মানেই ভালবাসার মাস। এ-মাসেই টানা এক সপ্তাহ জুড়ে চলে প্রেমের সপ্তাহ। ভালোবাসার রং যেন আরো একটু গাঢ় হয় শহরে। তবে ২০২১-এ এই ভালবাসার মাসে টলিপাড়ার জুড়ে বিয়ের হিড়িক।

ওম সাহানি ও মিমি দত্ত

নতুন বছরের প্রথম দিনেই বিয়ের কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিমি।  ডিসেম্বরে আইনি মতে বিয়ে সেরেছেন তাঁরা। প্রায় তিন বছরের সম্পর্ক। শত ব্যস্ততা কাটিয়ে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই দুই পরিবার ও কিছু কাছের মানুষদের নিয়ে ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি পাড়ার জনপ্রিয় দুই তারকা।

নীল ভট্টাচার্য ও তৃণা সাহা

৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তৃণা সাহা। ‘কৃষ্ণকলি’র নিখিল আর ‘খড়কুটো’র গুনগুন অর্থাৎ তৃণা সাহা আগামী বছরেই চারহাত এক হতে চলেছে। ১৪ ফেব্রুয়ারি রেখেছেন গ্র্যান্ড রিসেপসন পার্টি। মধুচন্দ্রিমায় দেশে নয় একেবারে বিদেশে যাচ্ছেন এই কপোত-কপোতী।

অঙ্কুশ-ঐন্দ্রিলা

বহু বছর ধরে একসঙ্গেই রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আগামী বছর অর্থাৎ ২০২১ এই বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে অঙ্কুশ লেখেন, ‘শীঘ্রই যোগ দিচ্ছি তোমার দলে’।

রুদ্রজিত মুখার্জি ও প্রমিতা চক্রবর্তী

টেলি দুনিয়ার দুই পরিচিত মুখ রুদ্রজিৎ ও প্রমিতা বেশ পরিচিত মুখ। বর্তমানে, ‘জীবন সাথী’ ধারাবাহিকে ‘তূর্ণ’-র চরিত্রে অভিনয় করছেন রুদ্রজিৎ। অন্যদিকে ‘বধূবরণ’-এর কনক সদ্য শেষ করেছেন ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক। সম্ভবত ২০২২ এ সামাজিক বিয়ে করবেন এই জুটি, তবে ২০২১ এ আইনি বিয়ে করে নেবেন। ১৪ ফেব্রুয়ারি চার হাত এক করছেন এই টলি পাড়ার তারকা জুটি। টালিগঞ্জের করুণাময়ীতে ফ্ল্যাট কিনেছেন রুদ্রজিত। বিয়ের পর সেখানেই থাকবে টলি পাড়ার এই জুটি।

 

গৌরব-শ্রীমা

‘ত্রিনয়নী’ ধারাবাহিকের দীপ্ত ২০২১ এ বিয়ে করতে চলেছেন। গৌরব-শ্রীমা জুটি অবশ্য বিয়ের আগে থাইল্যান্ড ভ্রমণ করে ফেলেছেন।  প্রসঙ্গে গৌরবের বক্তব্য, ‘বিয়ে করব শীঘ্রই। তবে তারিখ এখনও ঠিক হয়নি। বিয়ের দিন ঠিক হলে জানাব।’