Restricted Properties In India : ভারত (India) তার বৈচিত্রের জন্য বিখ্যাত। পোশাক ও খাবারের পাশাপাশি এখানকার মানচিত্র অনন্য অভিজ্ঞতা লাভের সুযোগ দেয়। কিছু অংশ কেবল জল দ্বারা বেষ্টিত, আবার কিছু অংশে কেবল বালি রয়েছে। কোথাও আকাশ ছুঁয়েছে পাহাড়, আবার কোথাও সমতলভূমি। এই সমস্ত জায়গাগুলির নিজস্ব সৌন্দর্য রয়েছে, যা দেখার জন্য নিজস্ব অনুকূল আবহাওয়া এবং পরিবেশও রয়েছে।
আর এসব দেখতে প্রত্যেক বছর কাতারে কাতারে মানুষ ভিড় জমায় এইসব জায়গায়। এছাড়াও বর্তমানে দিন দিন বাড়ছে ভ্রমণ (Travel) পিপাসুদের সংখ্যা। প্রত্যেক মানুষেরই দেশ, বিদেশের পরিবেশ, আবহাওয়া, সমাজ ও সংস্কৃতি সম্বন্ধে বিশদে জানার সুপ্ত একটা ইচ্ছা থাকেই। আবার জানেন কি অনেকে আছেন তারা ঘুরতে গিয়ে সেখানকার জমি কেনার কথা ভাবেন। তবে চাইলেইSikkimসিকিম (Sikkim এই ৫ টা জায়গার জমি কেনা যায় না (Restricted Properties in India)। জেনে নিন সেই জায়গা গুলি কি কি।
১. সিকিম (Sikkim) – সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সেখানকার তুষারাচ্ছাদিত পাহাড়, মঠ এবং সুন্দর সন্ধ্যা সবার মন একবারে ভরিয়ে দেয়। এখানে সবাই শান্তিপূর্ণ মুহূর্ত কাটাতে পারবেন। আর যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করে তারা অনেকেই এখানে জমি কিনতে চান। কিন্তু স্থানীয় না হলে এখানে সম্পত্তি কেনার অনুমতি মেলে না।
২. অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) – উত্তর-পূর্ব ভারতের পর্যটন স্থানগুলির মধ্যেঅন্যতম সেরা হল অরুণাচল প্রদেশ।এখানকার অন্যতম সুন্দর জিনিস হলো গোরিচেন শৃঙ্গ। শৃঙ্গটি প্রায় সারা বছরই বরফে আবৃত থাকে। এছাড়াও এখানকার বিখ্যাত ট্রেকিং রুট এবং শৃঙ্গের চারপাশের ক্যাম্পিং স্পটগুলি অত্যন্ত আকর্ষণীয়। তবে এই স্থানেও স্থানীয় বাসিন্দা না হলে সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হয় না।
৩. শিলং (Shillong) – বাঙালির প্রিয় হাওয়াবদলের জায়গা শিলং। একে প্রাচ্যের স্কটল্যান্ডও বলা হয়। শিলং সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০৮ ফুট উচ্চতায় অবস্থিত। এখানকার উঁচু পাহাড় স্কটল্যান্ডের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এখানেও নিজের জন্য সম্পত্তি কেনার কোনো অনুমতি থাকে না।
৪. কাশ্মীর (Kashmir) – কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। আবার কাশ্মীর ভূস্বর্গ নামেও ভীষণ পরিচিত আমাদের সবার কাছে। তবে এই কথা যে একেবারেই সত্যি তা শুধুমাত্র যারা কাশ্মীর ভ্রমণে গেছে তারাই জানে আর বাকি রা অনুমান করে থাকে মাত্র।তবে যারাই এখানে ভ্রমণে গেছেন তারাই এখানে জমি কিনতে চান। কিন্তু এখানে জমি কিনতে গেলেও মানতে হয় নির্দিষ্ট শর্ত।
আরো পড়ুন : একটার দামেই ৫টা বাড়ি কেনা যায়! বিশ্বের সবথেকে দামি মাছ কোনটি জানেন?
৫. হিমাচল প্রদেশ (Himachal Pradesh) – সুন্দর এবং মোহনীয় পাহাড় এবং জলপ্রপাত দ্বারা বেষ্টিত এই রাজ্যটি সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে। অ্যাডভেঞ্চারপ্রেমী পর্যটকরা এখানে ট্রেকিং, স্কিইং এবং রাফটিং করতে পছন্দ করে। আবার অনেকে এখানকার সৌন্দর্য মুগ্ধ হয়ে বসবাস করার আগ্রহ প্রকাশ করে। কিন্তু পাহাড়ির নিয়ম অনুযায়ী স্থানীয় রায় একমাত্র ওখানকার জমি কিনতে পারবে। তাই আপনি চাইলেও ওখানকার জমি ক্রয় করতে পারবেন না।
আরো পড়ুন : ‘INDIA’-র পুরো নাম কী জানেন? উত্তর জানা থাকলে আপনি জিনিয়াস