বর্ষায় শুকোচ্ছে না জামা-কাপড়? রইল ঘরেই ঝটপট কাপড় শুকানোর ৫ কৌশল

বর্ষায় ঝটপট জামা-কাপড় শুকানোর জন্য কী কী করবেন? জেনে নিন এখনই

Monsoon Tips : বর্ষাকাল (Wet Season) মানেই মেঘলা আবহাওয়া (Weather) আর বৃষ্টি। এই গরমের মধ্যে বৃষ্টির ভালো লাগলেও বর্ষাতে জামা কাপড় শুকোনো একটা বেশ ঝক্কির ব্যাপার। আর জামা কাপড় ঠিক করে শুকোয় না বলেই জামা-কাপড় থেকে সোঁদা গন্ধ বেরোতে থাকে। আর এই বিশ্রী গন্ধের জন্য এই জামা পরা যায় না। তবে বর্ষাকালে খুব সহজে জামা কাপড় শুকানোর কতগুলো টিপস আছে। চলুন জেনে নিই সেই টিপস গুলো।

জামাকাপড়ের অতিরিক্ত জল – বেশিরভাগ মানুষের মধ্যেই এই অভ্যাসটা থাকে যে জামাকাপড় না নিংড়েই মেলে দেয়। কিন্তু বর্ষাকালে এমনটা করবেন না, বর্ষাকালে জামা কাপড় কাচার পর ভালো করে নিংড়ে নিন যাতে জামাকাপড়ে জল বেশি না থাকে। এরপর অতিরিক্ত জল ঝরিয়ে তারপর মেলে দিন। এর ফলে জামাকাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

Monsoon Tips

ফ্যান বা হিটারের ব্যবহার – বর্ষাকালে তাড়াতাড়ি জামা শুকানোর জন্য ফ্যান বা হিটারে ব্যবহার করতে পারেন। কারণ বর্ষাকালে রোদের দেখা পাওয়া যায় না বললেই চলে। তাই রোদের ভরসায় না থেকে একটি ঘরের মধ্যে জামাকাপড় গুলো মিলে ফ্যান বা হিটার চালিয়ে দিন দেখবেন তাড়াতাড়ি জামা শুকিয়ে গেছে।

হেয়ার ড্রায়ারের ব্যবহার – আমরা অনেকেই আছি যারা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকি। কিন্তু জামা কাপড় শুকানোর ক্ষেত্রে আপনারা এই হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। প্রথমে জামা কাপড় নিংড়ে ভালো করে জল বার করে নেবেন। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে জামাটা শুকিয়ে নেবেন।

Monsoon Tips

ইস্ত্রির ব্যবহার – বাড়িতে যদি একটি স্ত্রী থাকে তাহলে বর্ষাকালে জামা কাপড় শুকনো নিয়ে চিন্তা অনেকটা দূর হয়ে যায়। জামাকাপড় থেকে ভালো করে জল ঝড়িয়ে নিয়ে সেই জামাটা এপিট অপিট করে ইস্ত্রি করে দিন তারপর খানিকক্ষণ ফ্যানের তলায় মিলে দিন দেখবেন জামা একদম শুকিয়ে গেছে।

Monsoon Tips

আরও পড়ুন : বৃষ্টিতে ফোন ভিজে গেলে কী করবেন? মাথায় রাখুন এই ৫ জরুরী কথা

ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ – বর্ষাকালে ঘরের বাইরের সঙ্গে ঘরের ভিতরেই খুন আদ্রতা থাকে। যার ফলে খুব সহজে জামা শুকোতে চাই না। তাই সবার আগে ঘরের আর্দ্রতা কম করতে হবে। এর জন্য ডি-হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে। আবার নুন ও ব্যাবহার করতে পরেন।

আরও পড়ুন : বৃষ্টির সময় অবশ্যই ব্যাগে রাখুন এই জিনিসগুলো, দূর হবে অনেক সমস্যা