সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হিন্দু-মুসলিমে বিয়ে, তারপরই সংসার ভাঙ্গে এই ৫ বলিউড তারকার

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে সম্পর্ক ভাঙ্গা-গড়ার খেলা লেগেই আছে। তাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ এই সমস্ত হামেশাই সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে। বলিউডে এমন অনেক দম্পতি রয়েছে যারা সমাজের পরোয়া না করে ভিন ধর্মে (Marriage In Other Religion) বিয়ে করেছেন। কিন্তু তাদের সংসার টেঁকেনি। আজকের এই প্রতিবেদনে রইল তেমনি পাঁচ জুটির তালিকা।

হৃত্বিক রোশন এবং সুজান খান (Hrithik Roshan And Sussanne Khan) : এ তালিকায় প্রথমেই যাদের নাম উঠে আসে তারা হলেন হৃত্বিক এবং সুজান। ২০০২ সালে বলিউডের এই হ্যান্ডসাম হিরো তার ছোটবেলার বান্ধবী সুজানকে বিয়ে করেছিলেন। এরপর তারা দুই সন্তানের মা-বাবা হন। কিন্তু ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

FARHAN AND ADHUNA

ফারহান আখতার এবং অধুনা (Farhan Khan And Adhuna) : বলিউডের আরেক বিখ্যাত পরিচালক তথা অভিনেতা ফারহান আখতারও ভিন ধর্মে বিয়ে করেছিলেন। তার প্রাক্তন স্ত্রীর নাম অধুনা। ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাদের অবশ্য দুই কন্যা সন্তান রয়েছে।

সাইফ আলি খান এবং অমৃতা সিং (Saif Ali Khan And Amrita Singh) : সেইফ আলি খান ক্যারিয়ারের একজন শুরুতেই ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দুই সন্তানের জন্ম হয়। কিন্তু বিয়ের মাত্র কয়েক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০৪ সালে দুই সন্তানকে নিয়ে সেইফের থেকে আলাদা হয়ে যান অমৃতা।

MALAIKA AND ARBAAZ

মালাইকা আরোরা এবং আরবাজ খান (Malaika Arora And Arbaaz Khan) : মালাইকা এবং আরবআজও বিয়ের কিছুদিনের মাথায় আলাদা হয়ে গিয়েছিলেন। তাদের এক পুত্র সন্তান রয়েছে। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা এখন অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন করেন।

AAMIR KHAN

আমির খান এবং রিনা দত্ত (Aamir Khan And Reena Dutta) : এই তালিকার সর্বশেষ সংযোজন আমির খান এবং রিনা দত্ত। রিনা ছিলেন আমিরের প্রথম স্ত্রী। তাদের এক পুত্র এবং কন্যা সন্তান রয়েছে। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমির এরপর কিরণ রাওকে বিয়ে করেন। তাদেরও একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু তাদেরও বিচ্ছেদ হয়ে গিয়েছে।