সেক্স করতে দিলেই মিলবে কাজ, আজও আফসোস করেন এই ৫ অভিনেত্রী

বলিউডের (Bollywood) নায়িকা হওয়া যেমন গ্ল্যামার এবং ফেমের শীর্ষে পৌঁছে দিতে পারে তেমনই এর একটি নোংরা দিকও আছে। অভিনেত্রী হতে এসে অনেক নারীদেরই কাস্টিং কাউচের (Casting Couch) শিকার হতে হয়।এমন কিছু অভিনেত্রী আছেন যারা বর্তমানে প্রতিষ্ঠিত হলেও তাদের একটা সময় হেনস্থার শিকার হতে হয়েছিল এবং লড়তেও হয়েছে। দেখে নেওয়া যাক এরকম ৫ জন অভিনেত্রী কারা।

Radhika Apte Most Beautiful in Saree HD

রাধিকা আপটে :- অসাধারণ অভিনয়ের দক্ষতার ফলে আজ তিনি বলি এবং পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তিনি জানিয়েছিলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে তাকে কাস্টিং কাউচের শিকার হতে হয়। একজন জনপ্রিয় অভিনেতা তাকে বলিউড ছবির প্রস্তাব দিয়ে এক রাত কাটানোর দাবি করেছিলেন।

রাধিকা বলছেন, বলিউডে কাস্টিং কাউচ না কি খুবই স্বাভাবিক এক ঘটনা, তেমন ভাবেই অন্তত বিষয়টিকে দেখেন সবাই! তিনি সরাসরি কারও নাম করেননি, কোন ছবিতে কাজ করার সময়ে ঘটনাটা ঘটেছিল তাও জানাতে চাননি, কিন্তু নিজের অভিজ্ঞতার দিকটা বলেছেন বিশদেই!

“আউটডোরের শুটিং-এ আমার পিঠে চোট লাগে। পিঠে ব্যথা নিয়ে শুটিং ফ্লোর থেকে আমি ফিরছিলাম হোটেলে নিজের ঘরে। লিফটে আমার সঙ্গে আরও একজন অভিনেতা ছিলেন। হঠাত্‍ করেই তিনি আমায় আকারে-ইঙ্গিতে বললেন- যদি মাঝ রাতে সাহায্যের দরকার হয়, তা হলে আমায় ডেকো, তোমার পিঠ মালিশ করে দেব!”

কাল্কি কোচলিন :- অসাধারণ প্রতিভা সম্পন্ন অভিনেত্রী পরিচালক অরুরাগ কাশ্যপের প্রাক্তন স্ত্রী। রেহাই পাননি তিনিও। তিনি নিজেই একবার জানিয়েছিলেন ভারতের বাইরে গিয়েছিলেন বলে অনেকে ভেবেছিল সহজেই তার সুযোগ নেওয়া যাবে। তবে তা হতে দেননি অভিনেত্রী।

টিস্কা চোপড়া :- তিনি একাধারে অভিনেত্রী, লেখিকা এবং চলচ্চিত্র নির্মাতা।বলিউডের জনপ্রিয় ব্যক্তিত্বদের সাথে বিভিন্ন ভাষায় ৪৫টিরও বেশী ছবি করেছেন তিনি। তিনি একবার জানান, কেরিয়ারের প্রথমদিকে তাকেও কাস্টিং কাউচের শিকার হতে হয়।

Suvreen_Chawla

সুরভিন চাওলা :- অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সুরভিন ধারাবাহিক থেকে উঠে বলিউডের চেনা মুখে পরিণত হয়েছেন। তিনি জানান, দক্ষিণী চলচ্চিত্র জগতে কাস্টিং কাউচের শিকার হতে হয় তাকেও,তবে আপোস করেননি তিনি।

এলি আব্রাম :- এলিজাবেথ আব্রামকে অনেকেই এলি আব্রাম নামেই চেনেন। তিনি বলেন একবার এক পরিচালক তাকে তার সাথে রাত কাটানোর প্রস্তাব দেন এবং ওজন কমাতে বলেন।