প্রায় প্রত্যেক বাড়িতে আরশোলার (Cockroach) উপদ্রব কম বেশি থাকে। জামা কাপড় রাখার আলমারি হোক কিংবা রান্নাঘর, শোওয়ার ঘর, বাথরুম বা গ্যারেজে গিজগিজ করে আরশোলা। রোগ-জীবাণু বহনকারী এই আরশোলা বাড়ি থেকে দূর করার অনেক চেষ্টা করলেও ফলাফল দীর্ঘমেয়াদি হয় না। আজকের এই প্রতিবেদনে জেনে নিন বাড়ি থেকে আরশোলা তাড়ানোর কিছু সহজ এবং ঘরোয়া উপায়।
তেজপাতা : তেজপাতার ব্যবহারে আরশোলা থাকবে দূরে। তেজপাতার উগ্র এবং ঝাঁঝালো গন্ধ আরশোলা সহ্য করতে পারে না। তেজপাতা ভালো করে শুকিয়ে বা ভেজে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। এরপর সপ্তাহে অন্তত দুবার ঘরের প্রত্যেক কোনায় তেজ পাতার গুঁড়ো ছড়িয়ে দিলে আর আরশোলা আসবে না।
অ্যামোনিয়া : বাজার চলতি আরশোলা মারার রাসায়নিকের প্রচুর পরিমাণে অ্যামোনিয়ার ব্যবহার হয়। আপনি চাইলে সরাসরি অ্যামোনিয়া বাড়িতে এনে ব্যবহার করতে পারেন। ৫ লিটার জলের মধ্যে দুই কাপ তরল অ্যামোনিয়া গুলে সপ্তাহে অন্তত ৩ দিন ঘর মুছতে হবে। তাহলেই আর আরশোলা আসবে না।
বোরিক পাউডার : আরশোলা দূর করার অব্যর্থ উপায় বোরিক পাউডার। ভাতের সঙ্গে বোরিক পাউডার মিশিয়ে সারা ঘরে ছড়িয়ে রাখুন। আরশোলা এই ভাত খেলে সঙ্গে সঙ্গেই মারা যাবে। এই উপায় ব্যবহার করলে আপনার বাড়ি থেকে খুব তাড়াতাড়িই সব আরশোলা দূর হয়ে যাবে।
চিনি এবং বেকিং সোডা : আরশোলা চিনি খেতে পছন্দ করে। বেকিং সোডার সঙ্গে চিনি মিশিয়েও আরশোলার যাতায়াতের পথে ছড়িয়ে রেখে দিতে পারেন। বেকিং সোডা মেশানো চিনি খেলে আরশোলা সঙ্গে সঙ্গেই মারা যাবে।
তবে খেয়াল রাখতে হবে, বাড়ি থেকে আরশোলা দূর করতে হলে নিয়মিত ঘর ভালো করে মুছতে হবে। জামাকাপড় থেকে আরশোলা দূর করতে জামা কাপড়ের মধ্যে ন্যাপথালিন রেখে দিতে পারেন। বাড়িতে খাবার তৈরি করে সবসময় ঢেকে রাখুন যাতে আরশোলা বা অন্য কোনও পোকামাকড় খাবারের মধ্যে প্রবেশ করতে না পারে।