গত দু’বছরে ভারতের কোটি কোটি মানুষ উপার্জন হারিয়েছেন। বহু মানুষের অর্থনৈতিক অবস্থান আগের তুলনায় অনেক নেমে এসেছে। তবে এরই মাঝে আবার বুদ্ধি করে ব্যবসা (Business) করে নিজেদের অর্থনৈতিক অবস্থান উন্নত করতে পেরেছেন অনেকেই। আজকের এই প্রতিবেদনে যে চারটি ব্যবসা সম্পর্কে উল্লেখ থাকবে সেগুলি আপনি বাড়িতে বসেই খুব কম মূলধনের বিনিময়ে শুরু করতে পারেন। এর জন্য খুব বেশি পরিশ্রম করতে হবে না। মূলধন লাগবে কম এবং বাড়িতে বসেই উপার্জন করতে পারবেন লক্ষ লক্ষ টাকা। স্রেফ বাড়ির ফাঁকা ছাদ (Roof) ব্যবহার করেই কিভাবে লাখপতি হতে পারেন, জেনে নিন।
টেরেস ফার্মিং (Terres Farming) : টেরেস ফার্মিং বা বাড়ির ছাদে চাষাবাদ। বর্তমানে এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। নাই বা থাকল জমি, আপনার বড় বাড়ির ছাদ ব্যবহার করে আপনি সহজেই টেরেস ফার্মিং করতে পারবেন। এর জন্য আপনি আপনার বাড়ির ছাদে পলিব্যাগের মধ্যে সবজির গাছ লাগাতে পারেন। বাড়ির ছাদে যদি খুব ভালোমতো সূর্যালোক পৌঁছয় তাহলে ভাল ফলন হবে। সেই সবজি বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারেন।
সোলার প্যানেল (Solar Panel) : সূর্যালোক কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার প্রক্রিয়ার উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকারও। এটা যেমন একদিকে বিদ্যুৎ বিল বাঁচাবে, তেমনই মোটা টাকা উপার্জনের সুযোগ পাবেন। বাড়িতে বড় ছাদ থাকলে সেই ছাদে সোলার প্ল্যান্ট স্থাপন করতে পারেন। এতে যেমন আপনার বাড়ির বিদ্যুৎ বিল বাঁচবে, আপনি এর মাধ্যমে অনেক অর্থ উপার্জনও করতে পারবেন।
মোবাইল টাওয়ার (Mobile Tower) : বর্তমান বাজারে টেলিকম সংস্থাগুলির চাহিদা যত বাড়ছে, মোবাইল টাওয়ার বসানোর জন্য জায়গা চাহিদাও তত বাড়ছে। বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসাতে পারলেই আপনি সেখান থেকে প্রতিমাসে মোটা টাকা উপার্জন করতে পারবেন। এরজন্য অবশ্য আপনাকে স্থানীয় পৌর কর্পোরেশন থেকে অনুমতি নিতে হবে।
হোর্ডিং এবং ব্যানার (Hoarding and Banner) : আপনার বাড়ি যদি প্রাইম লোকেশনে থাকে, যদি রাস্তার ধারেই আপনার বাড়ি হয় এবং দূর থেকে দেখা যায় তাহলে উপার্জন করার বড় সুযোগ আপনার হাতে। বাড়ির ছাদে ব্যানার এবং হোর্ডিং লাগালে প্রতিমাসে অনেক টাকা আয় করতে পারবেন।