পরের বছর কবে আসবে মা দুর্গা, রইল ২০২৪ এর পুজোর দিনক্ষণ ও নির্ঘন্ট

2024 Durga Puja Calendar : ২০২৪-এর দুর্গা পুজোর নির্ঘন্ট

Durga Puja 2024 Dates : প্রতি বছরই দুর্গাপুজো নিয়ে আলাদা রকমের অনুভূতি থাকে মানুষের মধ্যে। আর পুজো শেষ হলেই আগামী বছর নিয়ে ভাবনাও চলে আসে। সেই প্রেক্ষিতে পরের বছরের পুজো কবে পড়েছে, তা জানার আগ্রহ সকলেরই। আজ তাই আমরা আলোচনা করবো ২০২৪ সালের পুজোর সময়সূচি নিয়ে। চলুন জেনে নিই পরের বছর কবে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব (When is Durga Puja in 2024)।

একটা সময় ছিল যখন দুর্গাপুজো ষষ্ঠী থেকেই শুরু হত। এখন খাতায়-কলমে সেটাই হয় ঠিকই, কিন্তু বাঙালির পুজোর উন্মাদনা শুরু হয়ে যায় মহালয়ার পর থেকেই। বিগত কিছু বছর ধরে একাধিক পুজো উদ্বোধন হয়ে যায় মহালয়ার পর পরই। তাই রাস্তায় ভিড় বাড়তেও শুরু করে অনেক আগে থেকে। তাই ৫ দিনের দুর্গাপুজো এখন বলতে গেলে ৭-৮ দিনেরও।

MAA DURGA

   

এই বছর যেন খানিকটা আগের থেকেই শুরু হয়ে গিয়েছে পুজোর আমেজ। উৎসব পিয়াসী বাঙালি এ বছর বোধনের আগের থেকেই শুরু করেছে মণ্ডপে মণ্ডপে টহলদারি। কিন্তু পুজো একবার চলে এসে দেখতে দেখতে কেটে যায় কেটে যায় চারটে দিন। এদিকে আবার নতুন বছরের ক্যালেন্ডার হাতে এলেই দেখতে মনে চায়, কবে আসবেন উমা। কোন কোন বার ছুটি? কোথায় কোথায় বেড়াতে যাওয়া যায়?

কারণ দুর্গাপুজোর সময়ে বাঙালিকে দুই রূপে পাওয়া যায়। একদম চুটিয়ে পুজো উপভোগ করে। প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া-দাওয়া, বন্ধু-পরিবার একসঙ্গে হয়ে জমিয়ে মজা। আর অন্যদল চলে যায় ঘুরতে। সমুদ্র হোক কিংবা পাহাড়, পুজোর সময়ে ভিড়ের দেখা মিলবেই। কিন্তু আগামী বছর পুজোতে খোলামনে এইসব করা সমস্যা হতে পারে।

Durga Puja

পরের বছর কারণ পুজো এমন সময় পড়েছে যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বলাই যায়, আগামী বছরের পুজোর নির্ঘণ্ট দেখে বাঙালির এখন থেকেই মন খারাপ হতে পারে। এখন দেখে নেওয়া যাক, আগামী বছরের পুজোর নির্ঘণ্ট। ২০২৪ সালে মহালয়া পড়েছে ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনে। ফলত একটা ছুটি বাতিল। আর তাতে মন খারাপ হয়ে যেতে পারে চাকরিজীবীদের।

আরও পড়ুন : দুর্গা প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি লাগে কেন? রইল কারণসহ ব্যাখ্যা

DURGA PUJA 2023

আরও পড়ুন : এই বছর মা দুর্গার আগমন কিসে? বিসর্জনই বা কিসে? এর ফলাফল কী

এরপর পঞ্চমী ৮ অক্টোবর মঙ্গলবার। ষষ্টি অর্থাৎ বোধন পড়ছে ৯ অক্টোবর বুধবার। ১০ অক্টোবর, বৃহস্পতিবার সপ্তমী আর ১১ অক্টোবর শুক্রবারে অষ্টমী। আর নবমী ও দশমী পড়েছে শনি ও রবিবারে অর্থাৎ ১২ ও ১৩ অক্টোবর। দুর্গাপুজো হয়ে গেলেই তো আর পুজো মিটে যায় না। আগামী বার লক্ষ্মীপুজো শুক্রবার, ১ নভেম্বর। সঙ্গে সঙ্গেই পুজোর ছুটি মিটছে না। পরের দু’দিন শনি-রবি বার হওয়ায় চলবে ছুটি।

আরও পড়ুন : রাতারাতি আসবে প্রচুর টাকা! দুর্গাপুজোর মধ্যেই বাড়িতে আনুন এই ৫টি জিনিস