রঙিন স্বপ্নের জগৎ বলিউড। মনের সব কিছু সুপ্ত বাসনা পূরণ করে দেয়। কোটি কোটি জনগণের মধ্যে যে পরিচিতি পাই বলিউডের তারকারা তা সত্যিই নোবেল পুরস্কার বিজয়ী বড়ো বড়ো বিজ্ঞানীরা পাই না সারা জীবন ধরে। আর তাই সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবার মধ্যেই বলিউডের নানান বিষয়ে জানার ইচ্ছে চরম। বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন থেকে তাদের পোশাক আশাক, তাদের লাইফ স্টাইল সবই আজ হট টপিক হয়ে যায় আম জনতা থেকে সবার কাছেই। এক শতাব্দী ধরে বলিউড যে লক্ষ সিনেমার এক মিউজিয়াম তৈরি করেছে, সেখানে পাওয়া যাবে নানা অদ্ভুত ও আকর্ষণীয় তথ্য যা আমাদের বলিউড সম্পর্কে স্বাভাবিক আগ্রহের পিপাসাকে নিবারণ করতে সাহায্য করবে। আর তাই আজকের প্রতিবেদনে আমরা জানাবো এমন কিছু বলিউড সম্পর্কে অজানা তথ্য যা আপনার বলিউড সম্পর্কে জ্ঞানের তথ্যকে আরও সমৃদ্ধ করবে, তা আমি হলফ করে বলতেই পারি।

১৮৮৯ সালে প্রথম বলিউডে মোশন পিকচার বা চলমান চলচিত্র যা পর্দায় এসেছিল তার নাম ছিল ‘the wrestlers’।চিত্রগ্রাহক হরিশচন্দ্র সখারাম ভতাভদাকার এই সিনেমা বানিয়েছিলেন।
ভারতের প্রথম বলিউড সিনেমা এক নির্বাক সিনেমা।১৯১৩সালে পরিচালক দাদাসাহেব ফালকে এই সিনেমা পরিচালনা করেছিলেন।সিনেমার নাম “রাজা হরিশচন্দ্র”। প্রথম সবাক বলিউড সিনেমা ছিল আর্দেশির ইরানি পরিচালিত ” আলম আরা” যা ১৯৩১ সালে মুক্তি পায়।
বলিউড সিনেমার এক অন্যতম অভিনেতা অশোক কুমার সিনেমায় অভিনয় করার পূর্বে একজন ল্যাব সহকারী ছিলেন বম্বে টকিজ এর। ১৯৮৮ খ্রিস্টাব্দে তাকে বলিউড সিনেমার অবদানের জন্য ভারতীয় সিনেমা জগতের অন্যতম সেরা পুরস্কার “দাদাসাহেব ফালকে”পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।অশোক কুমারকে ভালোবেসে “দাদামনি”বলেও ডাকা হত।পরে তিনি ১৯৯৯ সালে ভারত সরকারের থেকে ‘পদ্ম ভূষণ ‘সম্মানও পান।

সিনেমা পরিচালক সুভাষ ঘাই “আরাধনা” সিনেমা থেকেই তার প্রতিটি পরিচালিত প্রতিটি বলিউড সিনেমায় ক্যামিও হিসাবে উপস্থিত থাকেন কয়েক মুহূর্তের জন্যও।

“Ab Tumhare Hawale Watan Saathiyon’’ নামের বলিউড সিনেমায় এই একই টাইটেলের গান আজ পর্যন্ত সবচেয়ে বেশি সময়ের বলিউড গান হিসাবে পরিচিত।এই গানটি প্রায় ২০ মিনিট ধরে পুরো সিনেমা জুড়ে তিনবার গাওয়া হয়েছে অল্প অল্প করে।
ডিম্পল যখন রাজ কাপুরের সঙ্গে প্রথম বলিউড সিনেমা “ববি”করেছিল তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। তারপর তিনি রাজেশ খান্নাকে বিয়ে করে বলিউড সিনেমা জগৎ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। তাদের সন্তানদের বড় করে তোলার জন্য ও পরিবারের দেখাশোনার জন্য তিনি স্বেচ্ছায় নাকি এই তারকার কেরিয়ার ত্যাগ করেছিলেন।
“Mughal-e-Azam” সিনেমা তিন তিনবার শর্ট নেওয়া হয়েছিল তিনটি আলাদা আলাদা ভাষায়। হিন্দি ,তামিল এবং ইংরাজি ভাষায়। যদিও হিন্দি ভাষায় এই সিনেমা সুপার হিট হয়েছিল। কিন্তু তামিল ভাষায় তা হিট হতে পারে নি। তাই আর এই সিনেমা ইংরাজি ভাষায় প্রকাশ করা হয় নি। এই সিনেমা তৎকালীন সকল সিনেমার মধ্যে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা ছিল। আশিফ প্রথমদিকে দিলীপ কুমারকে সেলিমের চরিত্রের জন্য পছন্দ করেন নি। আবার দিলীপ কুমারও এই চরিত্রে অভিনয় করা নিয়ে ধন্ধে ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রযোজকের অনুরোধে দিলীপ কুমার সেলিমের চরিত্রে অভিনয় করেন। অভিনেত্রী সুরাইয়াকে প্রথম আনারকলি চরিত্রের জন্য ভাবা হলেও পরবর্তীতে এই চরিত্রে অভিনয় করেন মধুবালা।

‘Sholay’ সিনেমায় বিখ্যাত নেগেটিভ চরিত্র বা ভিলেন চরিত্র ছিল গব্বর সিং এর চরিত্র। যদিও প্রথমদিকে এই চরিত্রের অভিনয়ের জন্য আমজাদ খান কে একদমই ভাবা হয় নি। এই সিনেমার সংলাপ লেখক জাভেদ আখতার তাকে গব্বরের গলার উপযুক্ত বলে মনে করেন নি প্রথমদিকে। এই চরিত্রের জন্য অভিনেতা ডেনি ডেনজংপার কাছে গিয়েছিলেন সিনেমার পরিচালক ও প্রযোজক।যদিও পরবর্তীতে এই সিনেমায় গব্বর চরিত্রে অভিনয় করে নিজেকে অমর করেছেন আমজাদ খান সিনেমা প্রেমীদের কাছে।
বলিউডে রোজই শোনা যায় অনেক অভিনেতা বা অভিনেত্রী সময় মতো সেটে আসেন না। তারা অনেক দেরি করেন বা দেরি করে আসার নানা অজুহাত দেখান।কিন্তু বলিউডের “শাহেনশাহ” বা “বিগ বি” অর্থাৎ অমিতাভ বচ্চন সময়মতো সেটে ঢোকার ক্ষেত্রে সবার চেয়ে আলাদা। তিনি নাকি অত্যন্ত সময়নিষ্ঠ। তিনি নাকি এও শোনা যায় ফিল্মস্থান স্টুডিও অনেক সময় নিজে এসে খুলেছেন, স্টুডিওর গেট কিপার আসার আগেই।
আরো পড়ুন : ১০ মুসলিম সেলিব্রিটি যারা একজন হিন্দুকে বিয়ে করেছেন
৪০ এর দশকে বলিউডে সিনেমায় অভিনয় করাকে উঁচু মানের কাজ করা বলে মনে করা হত না। কারন সেইসময় বলিউডে তারকাদের খুব বেশি পারিশ্রমিক দেওয়া হত না। তাই সেসময়কার অন্যতম পরিচালক নওশাদ তার শশুর বাড়িতে নিজেকে একজন সিনেমার পরিচালক হিসাবে তার কাজের পরিচয় দিতে পারেন নি। তার চেয়ে তিনি নিজেকে একজন দর্জি হিসাবে পরিচয় দিয়েছিলেন।এমনকি তার বিয়ের সময় যে ব্যান্ড বাজানো হয়েছিল তাতে তার তৈরি “রতন” সিনেমার মিউজিক বাজানো হয়েছিল।
আরো পড়ুন : “রাজী”র আসল গল্প জানলে এই বীরাঙ্গনা নারীর জন্য আপনার গর্ব হবে
‘Dil Bhi Tera Hum Bhi Tere’ বলিউডে ধর্মেন্দ্র অভিনীত প্রথম সিনেমা যা ৬০ এর দশকে মুক্তি পেয়েছিল। এই প্রথম সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক পেয়েছিলেন তিনি মাত্র ৫১ টাকা। বর্তমানে একজন বলিউড সুপারস্টার প্রতি সিনেমা করার জন্য ৩ কোটি টাকা বা তার বেশি পায় শুধু পারিশ্রমিক হিসাবে।
সুনীল দত্ত সিনেমায় অভিনয়ের পূর্বে একজন রেডিও জকি হিসাবে কাজ করতেন Radio Ceylonনামে এক রেডিও স্টেশনে।তিনি একবার তার প্রিয় অভিনেত্রী নার্গিসের ইন্টারভিউ করতে চেয়েছিলেন। যদিও পরবর্তীতে নার্গিস ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেলেও সুনীল দত্ত তাকে তার সামনে কিছু প্রশ্ন করতেই পারেন নি, তাই ইন্টারভিউ বাতিল হয়ে যায়।তারপর তারা দুজনে একসাথে “Mother India” নামে সিনেমায় অভিনয় করেন।পরে তারা প্রেমেও পড়েন ও বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আরো পড়ুন : ক্রিকেটার ও বলিউড সুন্দরীদের প্রেমের গল্প
দেবিকা রানী চৌধুরী যিনি বলিউডে দেবিকা চৌধুরী নামেই বেশি পরিচিত।এই ‘৩০ ‘এর এবং ‘৪০ ‘এর দশকের বলিউড অভিনেত্রী প্রথম অভিনেত্রী যিনি সিনেমা তৈরি করার বিষয়ে ডিগ্রী করেছিলেন।তাকে বলিউড সিনেমার প্ৰথম গ্ল্যামার অভিনেত্রী বলা হয়।
‘Heroine’ সিনেমায় অভিনয় করার সময় বলিউড অভিনেত্রী করিনা কাপুর ১৩০ রকমের বিভিন্ন পোশাক পরেছিলেন।যা সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার দিয়ে তৈরি করা হয়েছিল।এই পোশাকের সম্ভার এখনও পর্যন্ত যত বলিউড সিনেমা তৈরি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এক সিনেমায় পরিহিত কোন অভিনেত্রী দ্বারা।
আরো পড়ুন : ২০১৮ তে যে ১০টি বায়োপিক বলিউড কাঁপাবে
শাহরুখ খানের সবচেয়ে রোমান্টিক হিন্দি বলিউড সিনেমা ‘Dilwale Dulhaniya Le Jayenge’( দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে)যা আজও দর্শকদের কাছে তাকে শ্রেষ্ঠ রোমান্টিক হিরো হিসাবে প্রতিষ্ঠিত করে।কিন্তু মজার কথা প্রথমবার এই সিনেমা করার জন্য শেইফ আলি খান কে ভাবা হয়েছিল।এমনকি এও শোনা যায় হলিউড অভিনেতা টম ক্রুজ কে নাকি ভাবা হয়েছিল এই সিনেমায় রাজ মালহোত্রা চরিত্রে অভিনয়ের জন্য।
আরো পড়ুন : ৯ জন সেলিব্রিটি তারকা যারা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন
‘Rockstar’ রণবীর কাপুর অভিনীত এই বলিউড সিনেমা রিভার্স অর্ডারে শুট করা হয়েছিল।অর্থাৎ এই সিনেমার ক্লাইম্যাক্স প্রথম শুট করা হয়েছিল।কারণ হিসেবে রণবীর কাপুরের সেই সময়কার চুলের স্টাইলকে যাতে পরিবর্তন না করতে হয় তাই এমন করা হয়েছিল বলে বলা হয়।এই সিনেমায় শাম্মি কাপুরকে শেষ বারের মতো সিনেমার পর্দায় উপস্থিত থাকতে দেখা গিয়েছে।
আরো পড়ুন : ২০১৭-তে বলিউডের যাদের আমরা হারালাম
অনিল কাপুর ও তার পরিবার বলিউড কেরিয়ারের প্রথম দিকে রাজ কাপুরের গ্যারেজে থাকতেন।পরবর্তী সময়ে তারা মধ্যবিত্ত মানুষ বাস করে সেইরকম অঞ্চলে চলে যান।এইসময় অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরকে তার মডেলিং কেরিয়ার ছেড়ে দিতে হয় স্বামীর সাফল্যপূর্ন কেরিয়ার করার জন্য।সুনীতা তার মডেলিং এর কাজ ছেড়ে দিয়ে পোশাক গ্রূমিং এর কাজ শুরু করেন।এমনকি তার স্বামী অনিল কাপুরের শুটিং এর সময় তিনি তার স্বামীর সাথে সেটে যেতেন।
বলিউডের” মিস হাওয়া হাওয়াই”অর্থাৎ প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী মাত্র ১৩ বছর বয়সে এক তামিল সিনেমায় রজনীকান্ত এর সৎ মা এর চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমার নাম ছিল ‘Moodru Mudichu.’
আরো পড়ুন : শ্রীদেবীর জীবনের কিছু অজানা তথ্য
রাজ কাপুর অভিনীত অন্যতম সেরা সিনেমা ‘Mera Naam Joker’ যেখানে ছিল দুটি intervals বা বিরতি।যদিও সিনেমা মুক্তি পাওয়ার পর যতটা আশা করা হয়েছিল ততটা প্রথম দিকে বক্স অফিসে সাফল্য পায় নি। এই সিনেমা করার সময় কাপুর পরিবারের আর্থিক অবস্থার অবনতি বা আর্থিক সংকটও দেখা যায়।পরবর্তী সময়ে এই সিনেমাকে কাপুর দেরকরা সিনেমা গুলির অন্যতম সেরা বলে ধরা হয়। সিনেমা সমালোচকরা এই সিনেমাকে ‘misunderstood masterpiece’ বলে অভিহিত করেন।
আরো পড়ুন : বিহার থেকে কোস্টারিকা, বলিউডে ঘা খেয়েও লাতিন আমেরিকায় সুপারস্টার
ভারতের বলিউডের সবচেয়ে বড় সময়ের সিনেমা ‘LOC Kargil’।এই সিনেমা দুটির পূর্ন দৈর্ঘ্য হল ৪ঘন্টা ২৫ মিনিট। ‘LOC Kargil’ সিনেমায় ৮৮ জন পরিচিত বলিউড অভিনেতা অভিনয় করেছেন ।ভারত পাকিস্তানের কারগিল যুদ্ধের উপর ভিত্তি করে এই সিনেমা তৈরি করা হয়েছিল।
ওয়াধিদা রহমান অমিতাভ বচ্চনের প্রেমিক ও মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ।১৯৭৬সালে “আদালত” সিনেমায় প্রেমিকার চরিত্র এবং ১৯৭৮ সালে “ত্রিশূল “সিনেমায় মায়ের চরিত্র।
আরো পড়ুন : বলিউডের উচ্চশিক্ষিত ১১ অভিনেতা ও অভিনেত্রী
আমির খান অভিনীত “লাগান” সিনেমায় সবচেয়ে বেশি ইংরেজ অভিনেতা ও অভিনেত্রীদের নেওয়া হয়েছিল এখনও পর্যন্ত তৈরি হওয়া কোন বলিউড সিনেমায়।
“কহো না প্যায়ার হ্যা” হৃত্বিক রোশনের প্ৰথম বলিউড সিনেমা গিনেস বুক অফ ওর্য়াল্ড রেকর্ডে নাম লিখিয়েছে ।কারণ হিসেবে এই সিনেমা বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করেছিল।যার সংখ্যা ৯২ টি।
আরো পড়ুন : ২০ জন বলিউড তারকা যারা নিজেদের আসল নাম পরিবর্তন করেছেন
ভারতে প্রতি বছর ২৭০ কোটি বলিউড সিনেমার টিকিট বিক্রি হয়।যা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি।যদিও এই টিকিটের মূল্য হলিউডের তুলনায় অনেক কম।বলিউডের ফিল্ম প্রোডাকশন সেন্টার যা সরকার অধিগৃহীত এক স্টুডিও যার নাম ‘film city’যা উত্তর মুম্বাইয়ে অবস্থিত।শুধু মুম্বাইয়ের মধ্যে ২৫০ টির বেশি সিনেমা হল আছে। প্রতিদিন ১কোটি ৪০ লক্ষের বেশি ভারতীয় সিনেমা হলে সিনেমা দেখেন।বলিউডের মতো ভারতে ‘টলিউড’ও আছে।বলিউড সিনেমার গোল্ডেন এজ বা স্বর্ণ যুগ বলা হয় ১৯৪০ থেকে ১৯৬০ এর দশককে।
আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒ এখানে ক্লিক করুন