ভারতের ১০ পরিচ্ছন্ন শহর 

পরিচ্ছন্নতা বড় গুণ। স্বাস্থ্যকর তো বটেই, ইতিবাচকও। ‘স্বচ্ছ ভারত’-এর ডাক দিয়েছে মোদী সরকার। শহর পরিচ্ছন্ন রাখতে ঝাঁটা হাতে পথে নেমেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রচার চলেছে জোরকদমে। ভারতে অনেক শহর আছে যেগুলি অত্যন্ত পরিচ্ছন্ন। বাসিন্দারাও সচেতন। এবার পরিচ্ছন্নতার বিচারে দেশের সেরা শহরের তালিকা তৈরি করেছে খোদ মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট। সেই  অনুযায়ী দেশের সবচেয়ে পরিচ্ছন্ন ১৩ শহরের তালিকা সাজিয়ে দিলাম আমরা।ভারতের ১০ পরিচ্ছন্ন শহর


১০) ম্যাঙ্গালোর

পরিচ্ছন্ন এবং মনোরম সমুদ্র-শহর ম্যাঙ্গালোর। দেশের একমাত্র জায়গা যেখানে গাড়ি চালাতে চালাতেও সমুদ্র দেখার মজা উপভোগ করা যায়।

আরো পড়ুন : ভারতের সেরা ১০ চিকিৎসক

৯) গ্যাংটক

দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর সিকিমের গ্যাংটক। পাহাড় আর গাছ-গাছালিতে ভরা। লাল পান্ডার দর্শন মেলে এখানেই।

৮) ভাদোদরা

গুজরাটের তৃতীয় বৃহত্তম শহর ভাদোদরা। রাজ্যের সাংস্কৃতিক শহরও। বিশ্বামিত্রি নদীর তীরে অবস্থিত ভাদোদরা।

আরো পড়ুন : ভারতের ১০ রহস্যময় জায়গা যেখানে পর্যটন নিষিদ্ধ করা হয়েছে ভৌতিক কারণে

৭) তিরুপতি

অন্ধ্রপ্রদেশের অন্যতম পরিচ্ছন্ন শহর তিরুপতি। এই শহরেই আছে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির। তিরুপতিকে অন্ধপ্রদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয়।

৬) নভি মুম্বাই

মূলত মুম্বাইয়ের একটি শহর নভি মুম্বাই উন্নয়নের দীর্ঘ পথ পেরিয়ে এসেছে। আগামী বছর অর্থাৎ ২০১৯ এর মধ্যে এই শহর পেতে চলেছে নিজস্ব আন্তর্জাতিক বিমানবন্দর।

৫) নিউ দিল্লি

নিউ দিল্লির সবচেয়ে পরিচ্ছন্ন শহর এনএমডিসি। পরিচ্ছন্নতার তালিকায় নিউ দিল্লি রয়েছে অষ্টম স্থানে।

আরো পড়ুন : ভারতীয় নাগরিক হিসেবে এই ২০ টি অধিকার সম্পর্কে আপনার জানা দরকার

৪) সুরাট

দেশের সবচেয়ে ধনী এবং পরিচ্ছন্ন শহর সুরাট। পরিচ্ছন্নতার তালিকায় এই শহর চতুর্থ স্থানে।

৩) চণ্ডীগড়

দেশের অন্যতম জনপ্রিয় শহর চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী। ‘স্বচ্ছ সুরবেক্ষন’ সমীক্ষায় প্রকাশ চণ্ডীগড় দেশের তৃতীয় পরিচ্ছন্ন শহর।

২) ভূপাল

মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল সিটি অফ লেক নামেও পরিচিত। শহর জুড়ে বানানো কৃত্রিম হ্রদ ভূপালের সৌন্দর্য বাড়িয়েছে।

আরো পড়ুন : ভারতের রহস্যময় এই মন্দিরের ঝুলন্ত থাম মাটি স্পর্ষ করে না

১) ইন্দোর

মধ্যপ্রদেশের সবচেয়ে বড় এবং জনবসতিপূর্ণ শহর ইন্দোর। একাধিক শিল্পতালুক থাকায় ইন্দোর রাজ্যের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত।

আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒ এখানে ক্লিক করুন 

সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হন : Facebook Instagram Twitter