বলিউডের উচ্চশিক্ষিত ১১ অভিনেতা ও অভিনেত্রী  

তাঁদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি আমরা। পর্দায় তাঁদের ব্যক্তিত্ব সৌন্দর্য আমাদের আকর্ষিত করে। আমরা শিহরিত হই, রোমাঞ্চিত হই। অথচ এঁদের মধ্যে অনেকেই মারাত্মক রকমের পড়ুয়া। শিক্ষাগত যোগ্যতা দেখলে মনে হবে দুলে-দুলে বই মুখস্থ করা ছাড়া সারাজীবন আর কিছু করেনি। এও বোধহয় আর এক অভিনয়!
পড়াশোনার বিষয় বৈচিত্র দেখলে অবাক হতে হয়। কেউ সমাজবিজ্ঞান নিয়ে পড়েছেন। কারও আগ্রহ আবার জটিল অপরাধবিজ্ঞানে। কেউ বাণিজ্যে ছিলেন ভীষণ মনযোগী। তাঁরা এসে মিলেছেন রূপালী পর্দায়। বেজে উঠেছে অপূর্ব সিম্ফনি।
এখানে আমরা এমনই কয়েকজন নামজাদা অভিনেতা-অভিনেত্রীকে বেছে নিয়েছি যারা মেধার ছাপ রেখেছেন শিক্ষাক্ষেত্রেও।

Source

১) অমিতাভ বচ্চন

কিংবদন্তী এই অভিনেতা বিজ্ঞানে স্নাতক। পড়াশোনা শুরু এলাহাবাদের জ্ঞান প্রোবোধিনি এবং বয়েজ হাই স্কুলে। নৈনিতালের শেরউড কলেজে কলা বিভাগে পড়াশোনা শুরু করেন। এরপরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিরোরিমল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন বিগবি। কলকাতার ব্ল্যাকার এন্ড কোং নামে জাহাজ কোম্পানিতে কিছুদিন চাকরির পর অভিনয়ের জন্য ইস্তফা দেন। অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ড ইউনিভার্সিটি তাঁকে সাম্মানিক ডক্টরেট ভূষিত করেছে।

Source

২) বিদ্যা বালন

‘ওলা লা’ গার্ল সমাজবিজ্ঞানে মাস্টার্স।
বিদ্যা মনে প্রাণে চেয়েছেন অভিনেত্রী হতে। কিন্তু পড়াশোনায় অবহেলা করেননি একটুও। বরং বেশ মনযোগী ছিলেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সোশিওলজিতে স্নাতক। মুম্বই ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন।

Source

৩) জন আব্রাহাম

‘জিসম’ জন অর্থনীতিতে মাস্টার্স।
শুধু শরীর নয়, তাঁর মেধাও হিংসে করার মতো। নার্সিমঞ্জি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে  স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ইচ্ছে ছিল মিডিয়া প্ল্যানিং নিয়ে কাজ করার। কিন্তু চলে আসেন মডেলিংয়ে।

Siddhartha
Source

৪) সিদ্ধার্থ

‘রঙ দে বাসন্তী’র রাগী যুবক বাণিজ্যে স্নাতক।
শুধু তাই নয়, ১৯৯৯ সালে জিতে নেন সিএনবিসি ম্যানেজার অফ ইয়ার পুরস্কার। ইনি বিগবি-র কলেজের প্রাক্তনী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিরোরিমল কলেজ থেকে বাণিজ্যে স্নাতক। বিতর্ক প্রতিযোগীটায় নামডাক আছে।

Source

৫) প্রীতি জিন্টা

‘বীরজারা’ গার্ল ক্রিমিনাল সাইকোলজিতে মাস্টার্স।
বলিউডের অন্যতম উচ্চ-শিক্ষিত অভিনেত্রী। সিমলার সেণ্ট বেদাস কলেজ থেকে ইংরাজি সাহিত্য নিয়ে স্নাতক তো হয়েইছেন। পাশাপাশি স্নাতকস্তরে মনোবিজ্ঞান পড়েছেন। এবং ক্রিমিনাল সাইকোলজিতে হয়েছেন মাস্টার্স।

আরো পড়ুন : বিশ্বের মহামূল্যবান এই ১০টি সম্পদ আছে মুকেশ আম্বানির কাছে

Source

৬) আর মাধবন

‘আরএইচটিডিএম’ খ্যাত মাধবন ইলেকট্রনিক্সে স্নাতক।
রয়েল আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত। রূপালী পর্দায় আসার অনেক আগে থেকেই লাইমলাইট ঘিরে রেখেছে তাঁকে। কানাডায় সাংস্কৃতিক রাষ্ট্রদূত হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এনসিসি ক্যাডেটে সেরা করেছেন মহারাষ্ট্রকে।

Source

 ৭) সোনু সুদ

‘ছেদি সিং’ একজন ইঞ্জিনিয়ার।
‘দাবাং’য়ের ছেদি যথেষ্ট মেধাবী। নাগপুরের যশবন্তরাও চৌহান কলেজ থেকে হয়েছেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। অভিনয় ছেড়ে দিলেও বিকল্প কাজের চিন্তা করতে হবে না।

আরো পড়ুন : ২০১৭-তে বলিউডের যাদের আমরা হারালাম

Source

৮) সোহা আলি খান

‘রঙ দে বাসন্তী’ গার্ল রাষ্ট্রবিজ্ঞান এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স।
অক্সফোর্ডে আধুনিক হিষ্ট্রি নিয়ে পড়েছেন। লন্ডন স্কুল অফ ইকনমিকস থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স করেছন। ‘রঙ দে বাসন্তী’ সিনেমায় অভিনয়ের জন্য ‘আইআইএফএ’ এবং ‘জিআইএফএ’-এর সেরা সাপোর্টিং অ্যাকট্রেসের পুরস্কার।

আরো পড়ুন : বিহার থেকে কোস্টারিকা, বলিউডে ঘা খেয়েও লাতিন আমেরিকায় সুপারস্টার

Source

৯) ওমি বৈদ্য

‘সাইলেন্সর’ খ্যাত ওমি কলাবিভাগে মাস্টার্স।
‘৩ ইডিয়টস’- এর চতুর রামলিঙ্গম সত্যি পড়াশোনায় মনযোগী। সান্তাক্রুজের ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া থেকে কলা বিভাগে স্নাতক। পরে লস এঞ্জেলেস কাউন্টি হাই স্কুল থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।

১০) পরিণীতা চোপড়া

বাণিজ্য, ফাইনান্স এবং অর্থনীতিতে স্নাতক।
এর বেশি আর কি! ১৭ বছর বয়সে লন্ডনে পাড়ি দেন। রীতিমতো ঘোষণা করে দিয়েছিলেন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হবেন। ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে বাণিজ্য, ফাইনান্স এবং অর্থনীতিতে ট্রিপল অনার্স করেন। কিন্তু ২০১১ সালে মত বদলান। ফিরে আসেন মুম্বই। তারপরের কাহিনী আমাদের জানা।

আরো পড়ুন : যেসব বলিউড সেলেব্রিটিরা পারিশ্রমিক ছাড়াই সিনেমায় কাজ করেছেন

Source

১১) রিচা চাড্ডা

‘গ্যাংস অফ ওয়াশিরপুর’ খ্যাত রিচা ইতিহাসে স্নাতক।
২০১২ সালে ‘গ্যাংস অফ ওয়াশিরপুর’ (পার্ট ওয়ান এবং পার্ট টু) সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর সম্মান। সর্দার প্যাটেল বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন।
বি টাউনের রূপকথা এমনই। এইসব অভিনেতা-অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা আজীবন চাপা থাকবে তাঁদের অভিনয় প্রতিভার আড়ালে।

আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒ এখানে ক্লিক করুন