আজ, ১১ মার্চ, বৃহস্পতিবার মহাশিবরাত্রি। পুরাণ অনুযায়ী, আজ শিব-পার্বতীর বিয়ে হয়েছিল। শিবের আশীর্বাদ লাভের জন্য এদিন উপবাস ও পুজো করা হয়। এদিন নিয়ম ও নিষ্ঠার সঙ্গে পুজো করলে জীবনের নানান কষ্ট দূর হয়। বিশেষ বিশেষ মনস্কামনা পূরণের জন্য মন্ত্র জপেরও বিধান রয়েছে। জীবনের নানান সমস্যার জন্য রয়েছে নানান মন্ত্র।
মৃত্যুর ভয় থেকে মুক্তির জন্য শিবরাত্রীর দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও অকাল মৃত্যু মন্ত্র জপ করুন।
মহামৃত্যুঞ্জয় মন্ত্র
ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্।।
মহামৃত্যুঞ্জয় গায়েত্রী মন্ত্র
ওম হৌং জূং সঃ ওম ভূর্বুবঃ স্বঃ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্। উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্ ওম স্বঃ ভুবঃ ওম সঃ জূং হৌং ওম।।
আয়ু বৃদ্ধির জন্য : শং হৃীং শং।
বিবাহের বাধা দূর করার জন্য : ওম এং হৃীং শিব গৌরী মব হৃীং এং ওম।
পুরনো রোগ থেকে মুক্তি পেতে : ওম হৌং সদাশিবায় রোদ মুক্তায় হৌং ফট।
থানা, পুলিশ, মামলা, মোকদম্মা থেকে বাঁচতে : ওম ক্রীং নমঃ শিবায় ক্রীং।
পরীক্ষায় সাফল্য পেতে : ওম এং গে এং ওম।
সম্পদ লাভের দন্য : ওম হৃৌং শিবায় শিবপরায় ফট।
চাকরি পেতে : ওম শং হৃীং শং হৃীং শং হৃীং শং হৃীং ওম।