জল, জঙ্গল, বাঘ – সুন্দরবন। গরান, সুন্দরী, ম্যানগ্রোভ। এবং রয়্যাল বেঙ্গল টাইগার। সবুজ জঙ্গল, অলিগলি খাঁড়ি, নোনা জল, ম্যানগ্রোভের ভাস্কর্যে মুগ্ধ পর্যটকেরা ভিড় জমান বদ্বীপ সুন্দরবনে। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতের নয়, সুন্দরবন বিশ্বের কাছে বিস্ময়। আপন মাধুর্যে সুন্দরী। এখানে সুন্দরবন নিয়ে ১০ টি আকর্ষনীয় তথ্য বেছে নেওয়া হল –
১০। দেখা মিলবে আলেয়ার
হ্যাঁ, যদি ভাগ্যে থাকে। জলে ঘেরা এই ছোট্ট ভূ-খণ্ডে আলেয়ার দেখা মেলে। অমাবস্যার রাতে চরাচর ভাসিয়ে ঝলকে ওঠে আলো। রাতের সুন্দরবন ভ্রমণে বের হলে দেখা মিলতে পারে প্রকৃতির রহস্য আলেয়ার সঙ্গে।
৯। বিধবাদের গ্রাম
সুন্দরবনকে বিধবাদের গ্রাম নামেও ডাকা হয়। জীবিকার জন্য মাছ আর মধু সংগ্রহে বেরিয়ে বাড়ির পুরুষেরা আর অনেক সময়েই ঘরে ফেরেন না। সুন্দরবনের কাছাকাছি থাকা অনেক পরিবারের মানুষই গেছেন বাঘের পেটে। প্রতিদিন অনেকেই তাঁদের স্বামীকে হারান। এই ঘটনাই সুন্দরবনকে দিয়েছে বিধবাদের গ্রামের শিরোপা।
৮। সুন্দরবনের জনঘনত্ব
বিশ্ব উষ্ণায়নের যুগে সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। স্থানীয়দের রুটি-রুজি যোগাড় হয় এখান থেকেই। অনুমান করা হয়, ভারতের জনসংখ্যার ঘনত্ব সুন্দরবনের জনসংখ্যার প্রায় ৩ গুণ।
৭। গোসাবা ভূখণ্ড
সুন্দরবন দু-দেশের সীমান্ত। ভারতের দিকের বেশিরভাগটাই গোসাবা। ঘনবসতিপূর্ণ এলাকা। আছে নিজস্ব স্কুল, হাসপাতাল, পঞ্চায়েত।
৬। জোয়ার-ভাঁটায়
দিনে দুবার জোয়ার আসে। সকালে আর রাতে। জোয়ারের সময় ঢেউ ওঠে প্রায় ৬ থেকে ১০ ফুট উচ্চতায়। নৌকোতেই ঢেউয়ের মজা নিতে পারেন। ‘কু’খ্যাত ফাঁড়ি তো আছেই। অল্প জলে ম্যানগ্রোভের সবুজ প্রকৃতিও চোখ জুড়িয়ে দেয়।
৫। নামসুন্দরী
সুন্দরবন নিজেই সুন্দরী। আছে সোদর গাছও। আক্ষরিক অর্থেই সে নিজ গুণে সুন্দরী। সঙ্গে মিশেছে ম্যানগ্রোভের রহস্যময় সৌন্দর্য। যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়েছে।
৪। রয়্যাল বেঙ্গল টাইগার
একমাত্র সুন্দরবনেই দেখা মিলবে বেঙ্গল টাইগারের। লুপ্তপ্রায় প্রজাতিটির সংরক্ষণ করা হচ্ছে। স্নিগ্ধ প্রকৃতির সঙ্গে বন্য নৃশংসতার মিশেল। ডাঙার থেকে বেশি কাটাতে হবে ছিপ নৌকোতে।
৩। বাহন নৌকো
জলপথ ছাড়া অন্য পথ নেই সুন্দরবনে। পৌঁছনো থেকে ঘোরাঘুরি, ভরসা নৌকোই। তবে ভাড়া সাধ্যের মধ্যে।
২। বদ্বীপ ১০২ টি
১০২ টি ছোট ছোট ভূখন্ডে ছড়ানো সুন্দরবন। এর মধ্যে ৫৪ টি-তে মানুষের বাস। বাকি দ্বীপগুলিতে ঘন অরন্য। ভারত ও বাংলাদেশের সীমান্তে সুন্দরবন। ভারতের ভাগে ৪০ শতাংশ।
আরো পড়ুন : হার্টের চিকিৎসায় ভারতের সেরা ১০ টি হাসপাতাল
১। বৃহৎ ম্যানগ্রোভ অরন্য
নোনা জলের কারণেই, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরন্য গড়ে উঠেছে সুন্দরবনে। প্রকৃতি এখানে উদার। নোনা জল আর সজীব অরন্যের স্বাদ পেতে ঘুরে আসুন সুন্দরবন। আর বাঘ তো ফ্রি!