যে ১০ ক্রিকেটার দু’বার বিয়ে করেছেন 

ক্রিকেটারদের লাইফ স্টাইল নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেটভক্তদের। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের পারিবারিক জীবন নিয়েও কৌতুহলী থাকি আমরা। আর গল্পটা যদি হয় ক্রিকেটারের বান্ধবী বা স্ত্রী নিয়ে তাহলে তো কথাই নেই। এমন কিছু ক্রিকেটার আছেন যারা ২ বার বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।
এদের কেউ আলোচনায় এসেছেন আত্মীয়কে বিয়ে করে। আবার কেউ সমালোচিত হয়েছেন বন্ধুর স্ত্রীকে বিয়ে করার কারণে। আবার কেউ বিয়ে করেছন কোনও বিদেশিকে। এখানে আমরা ১০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছি যারা দ্বিতীয়বার বিয়ে করে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন।

Source

১০) ইমরান খান

প্রথম বিয়ে করেন জেমাইমা গোল্ডস্মিথকে। পাকিস্তানে থাকতে অসুবিধা হওয়ায় ৯ বছর পর বিয়ে ভেঙে দেন জেমাইমা। ২০১৫ সালে জন্মসূত্রে লিবিয়ান সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন ইমরান। দুই স্ত্রী ছিলেন ইমরানের থেকে ২১ বছরের ছোট।

Source

৯) ওয়াসিম আক্রম

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক পেশায় মনোবীদ হুমা মুফতিকে বিয়ে করেছিলেন। ১৯৯৬ সালে তাঁদের যখন বিয়ে হয়, আক্রাম তখন স্টার পারফরমার। স্ত্রীকে নিয়ে বেশ সুখেই ঘর করছিলেন। কিন্তু, ২০০৯ সালে হঠাৎই একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে মারা যান হুমা।
২০১৩ সালে দ্বিতীয়বার বিয়ে করেন সুইংয়ের সুলতান। আক্রামের বর্তমান ঘরনী শ্যানিয়েরা থম্পসন পেশায় পাবলিক রিলেশন কনসালটেন্ট ছিলেন। মেলবোর্নে ২০১৪ সালে তাঁদের জীবনে খুশির ছোঁয়া এনেছে কন্যা আইয়লা।

Source

৮) শোয়েব মালিক

অনেকেই হয়ত জানেন না, আবার অনেকেই ব্যাপারটা জানেন। ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গ বিয়ে হওয়ার আগে আয়েশা সিদ্দিকী নামে এক মহিলাকে বিয়ে করেছিলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়ার সঙ্গে ২০১০ বিয়ে হওয়ার পর শোয়েবের বিরুদ্ধে মামলা করেছিলেন আয়েশা। দাবি করেন, ২০০২ সালে তাঁদের বিয়ে হয়।
আইনি ঝঞ্ঝাটে পড়ে শোয়েব শেষ পর্যন্ত আয়েশাকে ডিভোর্স দেন আইনমাফিক। ব্যাপারটা পুরোপুরি নিজেদের মধ্যেই মিটমাট করে নেন দু’জনে।

Source

৭) জন্টি রোডস

প্রথম বিয়ে করেছিলেন কেট ম্যাকার্থিকে। ১৯ বছর টিকে ছিল তাঁদের দাম্পত্য। কিন্তু শেষ পর্যন্ত ভেঙে যায়। মেলেনি উলফকে বিয়ে করেন ২০১৪ সালে। তার আগের বছর ডিভোর্স দেন প্রথম স্ত্রী কেটকে।

Source

৬) দীনেশ কার্তিক

ভারতীয় দলে খেলা তামিলনাডু়র এই উইকেটকিপার-ব্যাটসম্যান নিকিতা বঞ্জারাকে বিয়ে করেছিলেন। আরেক ক্রিকেটার মুরলি বিজয়ের সঙ্গে বিবাহ বহির্ভুত প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নিকিতা। তাঁদের সম্পর্কের কথা জানতে পেরে আর দেরি করেননি কার্তিক, ডিভোর্সের পথে হাঁটেন। নিকিতা ও কার্তিক এখন বিবাহিত।
এরপর, চেন্নাইতে ২০১৫ সালে তারকা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন কার্তিক।

Source

৫) ব্রেট লি

২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি। কিন্তু আড়াই বছরের বেশি তাঁদের সংসার টেকেনি। এরপর ২০১৪ সালে বিয়ে করেন লানা অ্যান্ডারসনকে। এসবের মধ্যেও অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর।

Source

৪) মহম্মদ আজহারউদ্দীন

বিশ্ব ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র ভারতের প্রাক্তন অধিনায়ক। প্রথম জীবনে নৌরীনকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান হয় – আসাদ ও আয়াজ।
১৯৯৬ সালে বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আজ্জুর। তারপর, সঙ্গীতাকে বিয়ে করেন। কিন্তু, ২০১০ সালে তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আজহারের।

Source

৩) জাভাগাল শ্রীনাথ

সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্ব কালে শ্রীনাথ ছিলেন তাঁর অন্যতম প্রধান অস্ত্র। ২০০৩-এর বিশ্বকাপ ফাইনালে ভারত ওঠে শ্রীনাথের কাঁধে ভর দিয়েই। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। প্রথমবার বিইয়ে করেছিলেন জ্যোৎস্না নামের এক মহিলাকে। দাম্পত্য টেকেনি। কয়েকবছর পর ২০০৮ সালে তাঁকে ডিভোর্স দিয়ে শ্রীনাথ বিয়ে করেন সাংবাদিক মাধবী পত্রাবলিকে।

Source

২) বিনোদ কাম্বলি

ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি প্রথম জীবনে ছোটোবেলার বান্ধবী নোয়েলা লিউইসকে বিয়ে করেছিলেন। কিন্তু, সেই বিয়ে বেশিদিন টেকেনি। প্রাক্তন মডেল আন্দ্রেয়া হিউইটের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।
নোয়েলা ডিভোর্স দেওয়ার পর বিনোদ বিয়ে করেন আন্দ্রেয়াকে। ২০১০ সালের জুন মাসে তাঁকে একটি ছেলে হয়েছে। নাম রেখেছেন জেসাস ক্রিশ্চিয়ানো।

Source

১) সনত জয়সূর্য

১৯৯৮ সালে এই বাঁহাতি শ্রীলঙ্কান ব্যাটসম্যান বিয়ে করেছিলেন সুমুধু করুণানায়েককে। কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদ হয় তাঁদের। কিছুদিন পর তিনি বিয়ে করেন স্যান্ড্রা নামের এক মহিলাকে।