কোন জিনিস গরিবরা ফেলে দেয় আর ধনীরা পকেটে রাখে? কেবল বুদ্ধিমানরাই পারবেন সঠিক জবাব দিতে

কেবল বুদ্ধিমানরাই পারবেন উত্তর দিতে, কোন জিনিস গরিবরা ফেলে দেয় আর ধনীরা পকেটে রাখে?

Quiz : প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive exams) -য় ইন্টারভিউ (Interview) খুবই গুরুত্বপূর্ণ। এতে অনেক কঠিন প্রশ্নের পাশাপাশি এমন অনেক ঘুরিয়ে প্রশ্ন করা হয় যাতে প্রার্থীরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন। আজকের এই প্রতিবেদনে রইল এমন কিছু প্রশ্ন যা বার বার লিখিত বা ইন্টারভিউ বা কুইজে আসে এবং কিছু প্রশ্ন রইল যার উত্তর আপনাকে নিজে ভেবে বের করতে হবে। আজকে সেরকমই কয়েকটি উত্তর সহ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নিই।

১) প্রশ্ন: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? উত্তর: অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৬৭৭ মি। ২) প্রশ্ন: কার রাজত্বকালে ভারতে এসেছিলেন চীনা পর্যটক ফা হিয়েন? উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন চীনা পর্যটক ফা হিয়েন।

Quiz

   

৩) প্রশ্ন: কন্যার জন্মের সময় একজন পিতা দেয় আবার তার বিবাহের সময় কেড়ে নেয়, সেটা কী? উত্তর: কন্যার জন্মের সময় একজন পিতা নিজের পদবী দেয়। কিন্তু মেয়েদের বিয়ের পর বাবার পদবী পরিবর্তন হয়ে নামের পাশে স্বামীর পদবী বসে। ৪) প্রশ্ন: ক্যান্সার রোগের চিকিৎসাতে কোন রশ্মি ব্যবহার করা হয়? উত্তর: ক্যান্সার রোগের চিকিৎসাতে গামা রশ্মি ব্যবহার করা হয়।

৫) প্রশ্ন: কোন হাইকোর্টের অধীনে পড়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ? উত্তর: কলকাতা হাইকোর্ট এর অধীনে পড়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ৬) প্রশ্ন: একজন মানুষের তার ওজনের কত শতাংশ রক্ত দেহের মধ্যে থাকে? উত্তর: একজন মানুষের তার ওজনের ৭% রক্ত দেহের মধ্যে থাকে।

Quiz

৭) প্রশ্ন: পশ্চিমবঙ্গের দামোদর নদীকে ‘বাংলার দুঃখ’ কেন বলা হয়? উত্তর: বর্ষাকালে দামোদর নদীতে প্রচুর বন্যার দেখা সেই আর তাতে পশ্চিমবঙ্গের সমভূমিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, এই কারণে দামোদর নদীকে বাংলার দুঃখের নদী বলা হয়। ৮) প্রশ্ন: হাতিকে পবিত্র বলে মনে করে কোন দেশ ? উত্তর: হাতিকে পবিত্র বলে মনে করে থাইল্যান্ড। এছাড়া হাতি সে দেশের জাতীয় পশুও। সেখানে সাদা হাতিও দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন : মুকেশ আম্বানির থেকেও ধনী ছিলেন এই ব্যক্তি, আজ স্ত্রীর গয়না বেচে চালাচ্ছেন সংসার

Quiz

আরও পড়ুন : চাঁদের মাটিতে প্রস্রাব করলে কি হবে জানেন? জানলে চমকে যাবেন

৯) প্রশ্ন: ‘সবুজ নগরী’ বলা হয় ভারতের কোন শহরকে? উত্তর: ভারতের সবুজ নগরী বা উদ্যান নগরী বলা হয় ব্যাঙ্গালোরকে। ১০) প্রশ্ন: এমন কোন জিনিস গরিবরা ফেলে দেয় আর আর ধনীরা পকেটে রাখে? উত্তর: গরিব লোকেরা নাক দিয়ে জল পড়লে তা ফেলে দেয়, কিন্তু ধনীরা রুমালে মুছে তা পকেটে রাখে।