

টানা কয়েক মাস ধরে সাপ্তাহিক টিআরপি তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে ‘মিঠাই’। ‘তুফান মেইল’ আর ‘উচ্ছে বাবু’র কেমিস্ট্রি দর্শককে পর্দার সামনে থেকে এক চুলও নড়তে দিচ্ছে না। এখন তো আবার ‘মিঠাই-সিদ্ধার্থ’র সংসারযাত্রা নিয়ে চলছে পর্ব। অতএব আগামী সপ্তাহেও যে ‘মিঠাই’কে তার জায়গা থেকে নড়ানো যাবে না, তা বেশ স্পষ্ট। ‘মিঠাই’ অর্থাৎ সৌমিতৃষার সঙ্গে পাল্লা দিয়ে ‘সিদ্ধার্থ’ অর্থাৎ আদৃত রায় (Adrit Roy) ধারাবাহিককে দিন প্রতিদিন শিখরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন।
মিঠাই এর ‘উচ্ছে বাবু’কে নিয়ে এখন দর্শকমহলে জোর চর্চা চলছে। টলিউডের এমন হ্যান্ডসাম অভিনেতাকে নিয়ে মহিলারা মেতে থাকবেন, এমনটাই তো স্বাভাবিক! পর্দায় তাকে এক ঝলক দেখার জন্য যেমন সারাটা দিন অপেক্ষা করে থাকেন তারা, তেমনই আদৃতের ব্যক্তিগত জীবন সম্পর্কিত খুঁটিনাটি তথ্য জানার জন্যেও উদগ্রীব হয়ে বসে থাকেন তার অনুরাগীরা। আদৃতের অনুরাগী মাত্রই জানেন, অভিনয়ে তার হাতেখড়ি হয়েছিল সিনেমার পর্দায় কাজ করেই।
খোদ টলিউড পরিচালক রাজ চক্রবর্তীই (Raj Chakraborty) আদৃত রায়কে টলিউডে লঞ্চ করেছিলেন। ২০১৮ সালে রাজ চক্রবর্তীর ব্যানারে মুক্তিপ্রাপ্ত ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূর জাহান’ এর হাত ধরেই আদৃত রায় টলিউডে ডেবিউ করেন। এর ঠিক পরেই ‘প্রেম আমার ২’ ছবিতে আদৃত আবার নায়কের ভূমিকায়। তারপর দেবের ‘পাসওয়ার্ড’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেন। এরপর আবার রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’র ‘আনন্দ’ হয়ে উঠেছিলেন তিনি।
কেরিয়ারের শুরুতেই ৪টি ছবিতে অভিনয় করে ফেলেছেন আদৃত। এরপরই ছোটপর্দায় আসার সিদ্ধান্ত নেন তিনি। ‘মিঠাই’ ধারাবাহিকের ‘উচ্ছে বাবু’ আবারও হিট দর্শক মহলে। তবে জানেন কি ছোট এবং বড় পর্দা মিলিয়ে যিনি আজ চুটিয়ে অভিনয় করে চলেছেন, একটা সময় অভিনয়ের প্রতি তার বিশেষ কোনও টানই ছিল না? তিনি হতে চেয়েছিলেন গায়ক। আদৃত যে কত ভালো গান করেন, তা এখন আর তার অনুরাগীদের অজানা নেই। একসময় তিনি নিজের ব্যান্ড পরিচালনা করতেন।
গানের প্রতি প্যাশন থেকে তিনি গান শিখতে শুরু করেন। এরপর তিনি নিজেই ‘পোস্টার বয়েজ’ নামের একটি ছোট্ট ব্যান্ড খুলে বসেন। সেই ব্যান্ডের লিড সিঙ্গার ছিলেন তিনি নিজেই। বেশ কিছু গান গেয়েছেন তিনি। অ্যালবামও বের করেছেন। তবে গান ছাড়াও অভিনয়ের প্রতিও যে তার দক্ষতা রয়েছে, এ কথা তিনি নিজেও জানতেন না। তার মাঝে লুকিয়ে থাকা অভিনেতাকে খুঁজে বের করে এনেছেন রাজ চক্রবর্তী। সেই জন্য রাজ চক্রবর্তীর কাছে তিনি কৃতজ্ঞ।
‘মিঠাই’ এর ‘উচ্ছেবাবু’ ক্যামেরার সামনে যতটা গম্ভীর থাকেন, ক্যামেরার বাইরেও তিনি নিজের সেই গাম্ভীর্য ধরে রাখতে চান। সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব কোনও অ্যাকাউন্ট নেই। আছে অগুনতি ফ্যানপেজ। আদৃত রায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মাতামাতি চলে, তা সরাসরি তার চোখে পড়ে না। নিজের ব্যক্তিগত জীবনকে সর্বদা লাইমলাইট থেকে আড়ালেই রাখতে চান তিনি। যদিও হালফিলে তার সম্পর্কে একটি গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে নেটমাধ্যমে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি ‘মিঠাই’ এর ‘উচ্ছে বাবু’ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আদৃতের প্রেমিকার ছবি ফাঁস হয়েছে। সুপ্রিয়া মণ্ডল, আদৃত রায়ের প্রেমিকা। টলিউড সূত্রে খবর, সুপ্রিয়া মুম্বাইয়ের একজন নামী আর্ট ডিরেক্টরের মেয়ে। দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ তার সঙ্গে সম্পর্কে আবদ্ধ রয়েছেন আদৃত। তবে শোনা যাচ্ছে চলতি বছরের নভেম্বর মাসেই নাকি আদৃত এবং সুপ্রিয়ার বিয়ে হতে চলেছে। যদিও এই খবর সম্পর্কে মুখে কুলুপ এঁটে রয়েছেন আদৃত। তবে সোশ্যাল মিডিয়ায় তার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে।